Worldwide Bengali Panjika

ধনতেরাস পূজা বিধি ও নিয়ম – Dhanteras Puja Vidhi


ধনতেরাস পূজা বিধি ও নিয়ম (Dhanteras Puja Vidhi): বারো মাসে তেরো পার্বণ উৎসবের মধ্যে এই ধনতেরাস হলো এমন একটি উৎসব যা বাড়িতে নতুন জিনিসপত্র আনার পাশাপাশি অনেকের সোনার গয়না পর্যন্ত কিনে থাকেন যা সমৃদ্ধির একটি সংকেত বলে মনে করা হয়। আর সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য এই দিনে কিছু না কিছু কেনারও চেষ্টা করে থাকেন গৃহস্থ বাড়ির সদস্যরা।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

পাঁচ দিন ধরে চলা দীপাবলি উৎসবের সাথে এই ধনতেরাস খুবই ওতোপ্রতোভাবে জড়িত। আর এই দীপাবলি (Diwali) অর্থাৎ কালী পূজার (Kali Puja) এই উৎসবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। নিয়ম অনুসারে মোট তেরোটি মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। ভূত চতুর্দশী, ধনতেরাস, দীপাবলি, শ্যামা পূজা, লক্ষ্মী পূজার মাধ্যমে এই উৎসব পালন করা হয়ে থাকে।

ধনতেরাস অনুসারে এবং দীপাবলি উপলক্ষে জ্বালানো হয় প্রদীপ। হিন্দু মতে আলো হলো পবিত্রতা, বিশেষ করে প্রদীপের আলো সৌভাগ্য ও পরাক্রমকে জয় করার প্রতিক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, দৈনন্দিন জীবনযাত্রা থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখার জন্য এবং জীবনে ইতিবাচক শক্তিকে আগমন জানানোর জন্য এই প্রদীপের আলো অনেকখানি শুভ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দীপাবলি অথবা ধনতেরাসের দিন যে ব্যক্তির ঘর ১৩ টি প্রদীপ দিয়ে ভরিয়ে তোলা হয় সেই গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি সারা বছর বজায় থাকে।

ধনতেরাস উৎসব:

ধনতেরাস কে আবার ধনত্রয়দশীও বলা হয়। পাঁচ দিন ধরে চলা দীপাবলি উৎসবের প্রথম দিনটি যেহেতু ধনতেরাস আর সেখানে ১৩ টি প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে অশুভ আত্মা এবং অশরীরী থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে আবর্জনার স্তূপের কাছে ১৩ টি প্রদীপের প্রথম প্রদীপ রাখা হয়। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীর পাশাপাশি ধনসম্পদের দেবতা কুবেরের ও গণেশের পূজা করা হয়। মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে বাড়ির পূজার ঘরে অথবা মন্দিরে রেখে দিতে হয়। এতে বাড়ির চারদিকে থাকা নেতিবাচক শক্তিকে বিতাড়িত করে ইতিবাচক শক্তিকে বাড়ির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। সৌভাগ্য ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেবী লক্ষ্মীর মূর্তি বা একটি ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন।

আবার তুলসী গাছের সামনেও প্রদীপ জ্বালিয়ে রাখুন। এমনটা করলে পরিবার ও পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকবে। প্রদীপটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে জ্বালিয়ে রাখুন এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তিকে তাড়ানো সহজ হবে। এছাড়া এই দিন বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় এবং আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে এটি সাহায্য করে। বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে বা আপনার পছন্দের কোন মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন।

এর পাশাপাশি জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট বিনাশ করার জন্য বাড়ির ওয়াশরুমের বাইরেও প্রদীপ জ্বালাতে পারেন। বাড়ির ছাদে প্রদীপ জ্বালাতে পারেন, বাড়ির যেকোনো জানলায় একটি প্রদীপ রাখতে পারেন, আর সব থেকে বড় কথা ১৩ নম্বর প্রদীপ টি বাড়িতে প্রবেশদ্বারের মুখে যে কোন মোড়ে রেখে দিতে পারেন।

ধনতেরাসে কি কিনবেন?

আমরা যেমন সকলে সমান নই তেমনি সকলের আর্থিক অবস্থাও সমান নয়। তাই আপনাকে যে ধনতেরাসে সোনা কিনতেই হবে এমনটা কোন কথা নেই। ধনতেরাস যেহেতু লক্ষ্মী পূজাকে ঘিরেই হয় তাছাড়া লক্ষ্মী দেবী সমৃদ্ধি এবং ধনসম্পদের দেবী সেখানে আপনার সাধ্যমত যেগুলি কিনতে পারেন সেগুলি নিচে দেওয়া হল:-

১) সোনা, যা সমৃদ্ধির সাথে জড়িত তবে আপনার সাধ্য মত অল্প দামের মধ্যে কোন সোনার গহনা অথবা সোনার কয়েন কিনতে পারেন।

২) এছাড়া রূপা, কেনাও খুবই শুভ, রুপার অলংকার, রুপার দেবদেবীর মূর্তি, রুপার পাত্র ইত্যাদি আপনার সাধ্যের মধ্যে যা আসবে সেটা কিনতে পারেন।

৩) ধাতব পাত্র, কোন ধাতব পাত্র আপনি এই শুভদিনে কিনতে পারেন। তামা, পিতল, রুপা এমনকি মাটির পাত্রও কেনা যেতে পারে। সেগুলিতে প্রথমে প্রসাদ রান্না করতে পারেন। তবে এক্ষেত্রে চাল, দুধ অথবা মসুর ডাল দিয়ে পূরণ করতে পারেন এই পাত্র গুলি। সদস্যদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয় তাই এটি সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়, তাই অনেকেই ধনতেরাসে এই পাত্র গুলি কিনে থাকেন।

৪) ইলেকট্রিক জিনিসপত্র, সেটা আপনার পছন্দের ফোন হতে পারে, টেলিভিশন হতে পারে বা অন্য কোন ইলেকট্রিক জিনিসপত্র যা আপনার সংসারে প্রয়োজনীয়।

৫) ঝাড়ু, প্রতিটি সংসারে ঝাড়ু একটি অতি প্রয়োজনীয় বস্তু। কেননা এই ঝাড়ু দিয়ে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকি। তাই ধনতেরাসের এই শুভদিনে ঝাড়ু কেনাটাও খুবই শুভ বলে মনে করা হয়।

৬) নতুন জামা কাপড় কেনাও খুবই শুভ।

৭) দেব-দেবীর মূর্তি, ধনতেরাসে আপনার পূজা ঘরে আরও একটি দেবদেবীর মূর্তি যোগ করতে পারেন। সে ক্ষেত্রে পিতল অথবা মার্বেল বা কাঠের মধ্যে কিনতে পারেন এবং সেই মূর্তিকে আরতি করে পূজা করতে পারেন।

ধনতেরাসের পূজা বিধি:

  • যেহেতু আমরা আগেই জেনেছি যে এই শুভদিনে মা লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবের ও গণেশের পূজা করা হয়। আগে থেকেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই এই পূজার জন্য প্রস্তুতি নিতে হয়।
  • প্রথমে ঘরবাড়ি এবং পূজার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নিন।
  • তারপর পূজার ঘর সাজিয়ে পূজা শুরু করুন অথবা আবির দিয়ে রঙ্গোলি দিতে পারেন বা ফুল দিয়েও আলপনা করতে পারেন।
  • এরপর একটি পিতল অথবা রুপার পাত্র দিয়ে তার উপর একটি কলসি প্রস্তুত করুন। তারপর পাত্রটি চাল, টাকা, হলুদ, অলংকার, সোনা, রুপার মুদ্রা এবং সুপারি দিয়ে ভরে দিন।
  • পাত্রটি ঢেকে রাখতে একটি লাল কাপড় নিন আর ফুল ও ফুলের মালা দিয়ে এটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন।
  • এরপর দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি এবং কুবেরের মূর্তি সেগুলিকে সাজিয়ে তুলুন।
  • এরপর সামনে প্রদীপ জ্বালিয়ে দিন আর আরতি করার প্রস্তুতি নিন, তারপর পূজা শেষ করে প্রসাদ বিতরণ করুন।
  • এছাড়া ধনতেরাসের এই শুভদিনে গরুর পূজা করা খুবই পবিত্র বলে মনে করা হয়।
  • ধনতেরাসের দেব-দেবীকে কিছু প্রসাদ নিবেদন করুন, যেমন ধরুন মিষ্টি, সুস্বাদু ফল, কলা এবং আরো অন্যান্য নৈবেদ্য।

ধনতেরাস পূজা শুরু করার আগে যা করতে হবে:

হিন্দু ধর্মে যে কোন পূজা শুরু করতে গেলে প্রথমে গণেশের পূজা করতে হয় বলে জানা যায়। সুতরাং আপনি যদি ধনতেরাসে পূজা শুরু করেন তাহলে আপনাকে প্রথমে স্নান করে নিজেকে পবিত্র করতে হবে। তারপর কুমকুম অথবা চন্দনের তিলক লাগাতে হবে। তারপরে গণেশের উদ্দেশ্যে লাল কাপড় পরুন এবং তাজা ফুল অর্পণ করুন মন্ত্র সহযোগে।

বাড়িতে নিজে ধনতেরাস পূজা করবেন যেভাবে:

  • প্রথমে একটি লাল রঙের কাপড় নিতে হবে এরপর নতুন একটি ঘট অথবা বাটি নিন।
  • ওই পাত্রের মধ্যে চাল, পাঁচটি সুপারি, ২১ টি পদ্ম বীজ রাখুন।
  • এবার অন্য একটি ঘটে গঙ্গাজল ভরে নিন।
  • তার মধ্যে সোনা অথবা রুপার কয়েকটি কয়েন রাখতে পারেন আপনার কাছে যা আছে।
  • আর সেই ঘটের মুখ ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন।
  • লক্ষ্মী বা গণেশের ডান দিকে নতুন কেনা মূর্তি অথবা রুপার কয়েন রাখতে পারেন।
  • এছাড়া এদিন সারারাত প্রদীপ জ্বালিয়ে রাখার কথা বলা হয়েছে।
  • ফুল এবং নৈবেদ্য সাজিয়ে নিজের মতো করে ভক্তি ও নিষ্ঠা দিয়ে পূজা করুন।
  • সকলের বিশ্বাস অনুসারে জানা যায় এই শুভদিনে কোন ধাতু কিনলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। সেই কারণে যদি কোন ধাতু কিনে থাকেন তাহলে সেটা এই পূজার জায়গায় নিয়ে আসতে হবে।

✨ ধনতেরাসের দিন অনেক জায়গায় বিভিন্নভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে উত্তর ভারতের ছোট ছোট মেয়েদের দই ও বাতাসা খাওয়ানো হয়। বাতাসার মধ্যে দই ভরে খাওয়ানো হয় তাদের। এটা একটা ধনতেরাসের নিয়ম অথবা প্রথা বলা যেতে পারে। এছাড়াও ধনতেরাসের নৈবেদ্যু হিসেবে লস্যি, গুড়ের ক্ষীর এবং পঞ্চামৃত খাওয়াও খুবই শুভ বলে মনে করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!