Worldwide Bengali Panjika

ষট পঞ্চমী ব্রত পালন ও পূজা বিধি – Shath Panchami Vrata


ষট পঞ্চমী ব্রত (Shath Panchami Vrata): বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা বিভিন্ন ধরনের ব্রত পালন করে থাকেন। বাড়ির মহিলারা বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখার জন্য উপবাস রেখে বিভিন্ন দেব-দেবীর ব্রত পালন করেন।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

তার মধ্যে একটি উল্লেখযোগ্য ব্রত হল ষট পঞ্চমী ব্রত (Shath Panchami Vrata)। এই ব্রত পালনকারীরা বিশ্বাস করেন যে, এই ব্রত পালন করলে তাঁদের ঘরে সুখের ও শান্তির অভাব হবে না, তার সাথে সাথে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

ষট পঞ্চমী ব্রত:

বিভিন্ন ব্রত পালনে বাড়ির মহিলারাই অগ্রাধিকার পেয়ে থাকেন এবং তাঁরাই এই উপবাস পালন করে ব্রত পালন করে থাকেন। ষট পঞ্চমী ব্রত বিবাহিতা মহিলারা পালন করে থাকেন, ব্রত পালনকারীরা এটা বিশ্বাস করেন যে, তাঁদের এই উপবাস করে ব্রত পালন করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব হবে না।

আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা আরম্ভ করে ছয় বছর পর্যন্ত পালন করার নিয়ম রয়েছে। শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে গন্ধ পুষ্প, ধুপ, প্রদীপ এবং বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, আতপ চালের নৈবেদ্য দিয়ে লক্ষ্মী-নারায়নের পূজা করে পুরোহিত অথবা ব্রাহ্মণকে ভোজ্য দান করার প্রথা রয়েছে।

প্রথম দুই বছর যিনি এই ব্রত পালন করবেন তাঁকে লবণ ছাড়া খাবার গ্রহণ করতে হয়। তারপরের দুই বছর হবিষ আহার গ্রহণ করতে হয়। এরপর পঞ্চম তম বছরে ফল আর শেষ বছরে উপবাস থেকে ব্রত পালন করে তারপর ব্রাহ্মণকে ভোজন করাতে হয় নিজেদের সাধ্য অনুসারে।

ভক্তি ভরে, নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে সংসারের সকল দুঃখ-কষ্ট দূরে সরে গিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে, বাড়ির সকল সদস্যের মনে আনন্দ বিরাজ করে।

ষট পঞ্চমী ব্রতর নৈবেদ্য এবং বিধান:

এই পূজার ক্ষেত্রে অথবা ব্রত পালন করতে বেশ কিছু উপকরণ আপনাকে জোগাড় করতে হবে। যেমন ধরুন:- ঘট, আমের পল্লব, বিভিন্ন ধরনের ফুল, দুর্বা ঘাস, আতপ চাল, ফলের নৈবেদ্য এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন।

এই ব্রত পালন করার আগের দিন ব্রত পালনকারীকে নিরামিষ খাবার খেয়ে খুব সংযমের সঙ্গে থাকতে হবে। ব্রত পালন করার দিন নিয়ম মত ঘট স্থাপন করে ফল-মূল ও নৈবেদ্য দিয়ে পূজা করার বিধান রয়েছে। তারপর আপনার সাধ্যমত ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে প্রণাম করুন এবং পূজা সম্পন্ন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!