Worldwide Bengali Panjika

Shat Panchami Vrat: ষট পঞ্চমী ব্রত ও পূজা বিধি


ষট পঞ্চমী ব্রত (Shat Panchami Vrat): ছয় বছর এই ব্রত পালনে মিটে যাবে অর্থাভাব। আরো অন্যান্য ব্রত পালন করার পাশাপাশি এই ষট পঞ্চমী ব্রত বিবাহিত মহিলারা পালন করে থাকেন ব্রত পালনকারীরা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাঁদের ঘরে সুখের অভাব থাকবে না কখনোই।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

Shat Panchami Vrat: ষট পঞ্চমী ব্রত ও পূজা বিধি
Shat Panchami Vrat: ষট পঞ্চমী ব্রত ও পূজা বিধি

ষট পঞ্চমী ব্রতর কাহিনী অথবা ব্রত কথা:

এক সময় নারদ মুনি একদিন স্বর্গে ভ্রমন করতে করতে ভাবলেন অনেকদিন পৃথিবীতে যাওয়া হয়নি অর্থাৎ মর্ত্যে যাওয়া হয়নি। একদিন তবে সেখান থেকেই ঘুরে আসা যাক। আনন্দ সহকারে তিনি সেখানে গেলেন কিন্তু ঘুরতে এসে দেখেন সেখানকার লোকজন খুব কষ্টে দিন কাটাচ্ছেন। কারো ঘরে চাল নেই, তো কারো ঘরে কোন আনন্দ নেই।

এইসব নানা দৃশ্য দেখে নারদ মুনির মনটা খুবই খারাপ হয়ে গেল। আবার তিনি স্বর্গে ফিরে আসেন। স্বর্গে ফিরে তিনি লক্ষ্মী-নারায়নের কাছে জিজ্ঞাসা করেন কি এমন ব্রত আছে যা পালন করলে সংসারের সমস্ত দুঃখ দারিদ্র চলে যাবে, সবাই সুখে শান্তিতে থাকবে। নারায়ণ তখন লক্ষ্মীর দিকে চেয়ে বললেন কি ব্রত পালন করলে তুমি মানব গৃহে অচলা থাকবে বলে মনে করো সেটা আমাকে বলো।

দেবী লক্ষ্মী তখন বলেন ‘ষট পঞ্চমী’ (Shat Panchami) নামে একটি ব্রত আছে যা অতি দুর্লভ ব্রত। যে ব্যাক্তি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে আমি সেই ব্যক্তির ঘরে সর্বদাই অবস্থান করব। তার কোনদিন কোন রকম অভাব হবে না অন্ন এর অভাব হবে না। স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে পারবে। আর এই ভাবেই শুরু হয় পৃথিবীতে ষট পঞ্চমী ব্রত পালন করার ধুম।

এই ব্রত পালন করতে যে উপকরণ গুলি প্রয়োজন পড়বে:

আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা আরম্ভ করে ছয় বছর পালন করতে হয়। শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে গন্ধ পুষ্প, ধূপ, প্রদীপ, নানা রকম ফল, ফুল, মিষ্টি, নারায়ণের পুজো করে ব্রাহ্মণকে ভোজ্য দান করতে হয়।

প্রথম দিকের দুই বছর যে ব্যক্তি অথবা মহিলা ব্রত পালন করবেন তাঁকে লবণ ছাড়া খাবার গ্রহণ করতে হবে। তা দুই বছর পর হবিষ আহার গ্রহণ করতে হবে। পঞ্চম তম বছরে ফল আর শেষ বছরে উপবাস থেকে ব্রত পালন করে তারপর ব্রাহ্মণকে ভোজন করাতে হবে।

এমন ভাবে পূজা সম্পন্ন করলে দেবী লক্ষ্মী সর্বদাই সেই ঘরে অবস্থান করেন, আর তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। নারদ মুনি সব শুনে এই ব্রত মর্ত্যে প্রচার করতে চলে গেলেন। আর সেখান থেকেই পৃথিবীতে ছড়িয়ে পড়ল এই ষট পঞ্চমী ব্রত অর্থাৎ এই ব্রতের মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীকে আরাধনা করার এক শুভ সময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!