Worldwide Bengali Panjika

জিতাষ্টমী পূজা বা জিতিয়া উৎসব – Jitiya Puja


জিতাষ্টমী পূজা (Jitashtami Puja) অথবা জিতিয়া উৎসব (Jitiya Utsav): বিভিন্ন উৎসব গুলির মধ্যে জিতিয়া উৎসব হলো বিহারের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসবটি সাধারণত পশ্চিম ওড়িশা অঞ্চলের সুপরিচিত একটি উৎসব। পশ্চিম ওড়িশা অঞ্চলের প্রতিটি গ্রামে এবং শহরে আশ্বিন মাসে উদযাপিত হয় যা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে সেপ্টেম্বর-অক্টোবর মাসে পড়ে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

এই পূজা অথবা উৎসবের বিশেষত্ব হলো জিতিয়া পূজা (Jitiya Puja) দুটি ধরনের হয়ে থাকে, এক হলো পুয়া জিউন্তিয়া এবং দ্বিতীয়টি হল ভাই জীউন্তিয়া। মায়েরা তাঁদের পুত্রদের দীর্ঘ জীবন এবং জীবনের সমৃদ্ধির জন্য প্রভু জীমূতবাহনের অনুগ্রহ কামনা করে থাকেন। এই উৎসব এর মধ্যে দিয়ে যেখানে ভাই জিউন্তিয়া উপলক্ষে বোনেরা তাঁদের ভাইদের সমৃদ্ধির জন্য দেবী দুর্গার পূজা করে থাকেন।

জিতিয়া উৎসব অথবা জীতাষ্টমী ব্রত:

যে কোন ব্রত পালনে বাড়ির মা ও বোনেরা বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। জিতিয়া উৎসব (Jitiya Utsav) বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রত গুলির অন্তর্গত একটি জনপ্রিয় সধবা ব্রত। গ্রামীণ বাংলার বিশেষ করে বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি করার জন্য এবং তাদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন।

আর এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমী (Krishna Ashtami) তিথিতে পালন করা হয়। এছাড়া এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে, জিতাষ্টমীর পরদিন কৃষ্ণা নবমীতে স্থান বিশেষে শারদীয়া দুর্গাপূজার প্রথম বোধন শুরু হয়ে যায়। এই ব্রত লোকভাষায় জিতা বা বড়ষষ্ঠী নামেও পরিচিত। এই শুভদিনে গৃহের উঠানে গর্ত করে বট গাছের ডাল, ধান, আঁখ প্রভৃতি গাছকে পূজা করা হয় জীমূতবাহনের প্রতিক রূপে।

জিতাষ্টমী ব্রত পালনের জন্য প্রয়োজনীয় উপকরণ:

প্রতিটি পূজা ও ব্রত পালন করার ক্ষেত্রে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন পড়ে। সেগুলি ছাড়া সেই পূজা অথবা ব্রত সম্পন্ন করা সম্ভব হয় না। ঠিক তেমনি এই জিতাষ্টমী ব্রত (Jitashtami Vrat) পালন করার জন্য আপনার কিছু উপকরণ প্রয়োজন পড়বে। যেমন:-

  • ধুতি ১ টি,
  • মধু পার্কের বাটি ১ টি,
  • আসন অঙ্গুরিয়ক ১ টি,
  • ভোজ্য ১ টি,
  • নৈবেদ্য ১ টি,
  • কুশ,
  • হরিতকী,
  • তিল,
  • ফুল,
  • ফুলের মালা,
  • উপাস্য দেবতা জীমূতবাহন।

জিতাষ্টমী ব্রত পালন করার নিয়ম:

জিতাষ্টমী ব্রত (Jitashtami Puja) পালন করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে বেলগাছ, কলা গাছ, ভিজে ছোলা, মটর ও ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে বেলগাছ, কলা গাছ প্রভৃতি পুঁতে তার পূজা করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!