Worldwide Bengali Panjika

আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পূজা ও গুরুত্ব


আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা: শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভ যোগ, এই পূর্ণিমা কখনো বা আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত আবার কখনো বা গুরু পূর্ণিমা নামে খ্যাত। এই বিশেষ দিনে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলেন।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পূজা ও গুরুত্ব
আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পূজা ও গুরুত্ব

আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার বিশেষ কিছু গুরুত্ব:

  • গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে আসে কাঙ্ক্ষিত ফল, এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পূজা করলে মেলে শুভ ফলাফল।
  • গুরু পূর্ণিমার দিন স্নান করে বিশেষ কিছু দান করলে তা খুবই শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এর পাশাপাশি পূণ্য অর্জন করা যায় বলে জানা যায়।
  • গুরু পূর্ণিমার দিন যদি গুরুকে প্রণাম করা হয় তাহলে কেটে যেতে পারে গুরুদোষ। এর পাশাপাশি পিতৃ দোষ কাটিয়ে তোলার জন্য এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়।
  • চাকরি ও ক্যারিয়ারের উন্নতি সাধন করতে গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ, তাই এই দিনে বিশেষ কিছু দান ধ্যান করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে।
  • পূর্ণিমা তিথির মধ্যে সম্পন্ন করতে হবে আপনার পূণ্য স্নান।
  • ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমায় দান করা খুবই শুভ।

ধর্ম বিশ্বাস অনুসারে যে পূর্ণিমার দিনে গঙ্গাস্নান করলে অজান্তে করা সমস্ত পাপ ধুয়ে চলে যায়। তাই পূর্ণিমার দিনের বিপুল সংখ্যক ভক্তগণ গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে চলে যান। বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর যথাযথভাবে পূজা করা হয় এই দিন। আষাঢ় মাসে এই পবিত্র ও শুভদিনে ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। পূর্ণিমা তিথিতে ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

Aashar Nabami Puja Vidhi – আষাঢ় নবমী পূজা বিধি ও শুভ ফল

গুরু পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত কথা পাঠ:

গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতকথা পাঠের রীতি প্রচলিত রয়েছে। এই ব্রত কথা পাঠ করলে অথবা শ্রবণ করলে মনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় এর ফলে পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌরাণিক ধারণা অনুযায়ী বেদব্যাসকে বিষ্ণুর অংশ বলে মনে করা হয় তাই গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পূজো ও ব্রতকথা পাঠ করা খুবই পবিত্র। বিষ্ণুপুরাণ অনুযায়ী পূর্ণিমা তিথিতে বিষ্ণুর পুজো করা সর্বশ্রেষ্ঠ।

এর পাশাপাশি যদি কোন ভক্ত পরিবারের অর্থের অভাব মেটাতে চান বা ব্যবসায় সাফল্য লাভ করতে চান, তাহলে পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতকথা শ্রবণ করুন। প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতকথা শুনলে পরিবারের ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি কর্ম ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে উন্নতি সাধন ঘটে থাকে।

Bipattarini Puja Vidhi – বিপত্তারিণী পূজা বিধি ও ব্রত পালন

অন্যান্য উপাচার:

  • কোন কারণে যদি সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করতে না পারেন তাহলে নিয়ম মেনে বিষ্ণুর পূজা করুন।
  • বিষ্ণুর পূজায় তুলসী, ধূপ, প্রদীপ, গন্ধ পুষ্প ও হলুদ ফল নিবেদন করতে হয়।
  • এরপর শ্রী হরি কে স্মরণ করে প্রার্থনা করুন বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করার মাধ্যমে।
  • এরপর সেই নৈবেদ্য সকলের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!