Worldwide Bengali Panjika

অষ্টনাগ পূজা – Ashtanag Puja


অষ্টনাগ পূজা (Ashtanag Puja): মনসা পূজার সাথে সাথে অষ্ট নাগের পূজা ও করা হয়ে থাকে, অনেক প্রান্তে অষ্টনাগ পূজা খুব জাগজমক করে করা হয়ে থাকে। অষ্টনাগ মুলত আটটি নাগের সমাবেশ কে বলা হয়ে থাকে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

এই অষ্টনাগ হলেন:-

  • অনন্ত,
  • বাসুকী,
  • মহাপদ্ম,
  • পদ্ম,
  • তক্ষক,
  • কর্কট,
  • কুলির ও
  • শঙ্খ।

এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায়। তেমনি অপরদিকে আমরা যেমন সাপ দেখে ভয় পাই তেমনি অষ্ট নাগের দ্বারাও আমরা জর্জরিত। সব সময়ের পূজাতে আমরা যেমন সাপ থেকে পরিত্রাণ প্রার্থনা করি তেমনি মা মনসার স্মরণ নিলে তিনি অষ্টপাশ গুলি থেকেও আমাদের ভয় মুক্ত করেন। সর্প হল কুণ্ডলিনী শক্তির প্রতীক আর এটাই হল অষ্টনাগ পূজার তাৎপর্য।

বর্ষাকালের সাপের দেখা বিভিন্ন জায়গায় যেতে পারে, আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে সাপের বৃদ্ধি ঘটে, সেই কারণে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারাতেন। কৃষিকাজের ক্ষেত্রে হোক অথবা কোথাও যাওয়ার ক্ষেত্রে হলেও তাছাড়া অনেক সময় ঘরে দরজায়ও উঠে আসে সাপ। প্রাচীনকালে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন, সেই সময় দেবী মনসার পূজার প্রচলন শুরু হয়।

কোন কোন বাড়িতে পুরোহিত ডেকে মনসা পূজার আয়োজন করা হয়। মনে করা হয় এই দিন মা মনসার আরাধনা করলে এবং অষ্ট নাগের পূজা করলে নাগ রাজের অশুভ দৃষ্টি থেকে পৃথিবীর সকল মানুষ নিস্তার পাবেন। কোন কোন জায়গায় কিন্তু আমিষ ভোগ দিয়েও মা মনসার পূজা করা হয়, সে ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে এই পূজা করা হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!