Worldwide Bengali Panjika

শ্রাবণী মেলা তারকেশ্বর ধামে – Shravani mela


শ্রী শ্রী তারকেশ্বর ধামের শ্রাবণী মেলা আরম্ভ (Shravani mela): পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত শৈব তীর্থ হল তারকেশ্বর। তারকেশ্বরের শিবের মন্দির পশ্চিমবঙ্গের প্রধান পর্যটক আকর্ষণ ও বটে, এটি বাংলা আটচালা শৈলেন মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

খুব কাছে মা কালি ও লক্ষীনারায়নের দুটি মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম দুধপুকুর, লোকোবিশ্বাস অনুযায়ী জানা যায় যে এই পুকুরে স্নান করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

তারকেশ্বরের শ্রাবণী মেলা, শিবকে সন্তুষ্ট করতে ভক্তদের ভিড়:

পুরান মতে সমুদ্র মন্থনের সময় উঠে আসা বিষ ভগবান শিব পান করেছিলেন এই মাসেই। সেই প্রচন্ড বিষপান করে তাঁর সারা শরীর নীল হয়ে গিয়েছিল। তাই মহাদেবের আর এক নাম নীলকন্ঠ।

সেই কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ অথবা জল ঢেলে পুজো করেন ভক্তরা। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার গুলিতে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার নিয়ম রয়েছে। এতে পূণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!