Worldwide Bengali Panjika

শ্রী শ্রী ঝঙ্কেশ্বরী পূজা (ঝাঁকলাই) – Jhankeswari Puja


শ্রী শ্রী ঝঙ্কেশ্বরী পূজা (ঝাঁকলাই) (Jhankeswari Puja): পূর্ব বর্ধমানের ছোট পশলা ও পলসোনা গ্রামে ঝাংলাই পূজা অনুষ্ঠিত হয়। এই সমস্ত গ্রামে সারা বছরই দেখা যায় জ্যান্ত বিষধর কেউটে প্রজাতির সাপের। দেবী জ্ঞানে পূজা করে থাকেন গ্রামবাসীরা সেই সাপকে, সকালে মন্দিরে দেবী মা ঝংলাই নিজে এসে পূজা নিয়ে যান।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

গ্রামবাসীদের কথা অনুসারে মাতা ঝাংলই কেউটে প্রজাতির এক ধরনের বিষধর সাপ। কাউকে কামড়ায় না, গ্রামের মানুষজন এই বিষধর সাপের সঙ্গেই বসবাস করে আসছেন দীর্ঘদিন যাবত। প্রতিবছর গুরু পূর্ণিমার পরের দিন ধুমধাম ভাবে মা ঝাংলাই পূজা অনুষ্ঠিত হয়, যা ঝঙ্কেশ্বরী পূজা নামে পরিচিত।

এই পূজা উপলক্ষে দোকানপাট বসে এবং মায়ের দর্শন পেতে দূরদূরান্ত থেকে মানুষজন মন্দির প্রাঙ্গনে হাজির হন। সবমিলিয়ে এই পূজাকে কেন্দ্র করে এই গ্রামসহ আশেপাশের চারটি গ্রামও সেজে ওঠে উৎসবের আনন্দে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!