Worldwide Bengali Panjika

সরস্বতী পূজা পদ্ধতি ও উপকরণ – Saraswati Puja Vidhi


সরস্বতী পূজা পদ্ধতি ও উপকরণ (Saraswati Puja Vidhi): সকল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল বাঙালিদের কাছে সরস্বতী পূজা একটি উল্লেখযোগ্য পূজা পার্বণ। স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা হওয়ার পাশাপাশি অনেকেই নিজের বাড়িতেই প্রতিমা প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করে থাকেন।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

সরস্বতী পূজার দিন অনেকেই বাড়িতে ছোট করে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন এবং ছোট্ট প্রতিমা এনে নিজের মতো করে পুরোহিত ছাড়াই পূজা সম্পন্ন করে থাকেন বাড়ির গৃহিণীরা।

অনেক সময় পুরোহিত না পাওয়ার কারণে নিজে থেকে এই পূজা সম্পন্ন করতে হয়, তাই বিশেষ কিছু নিয়ম মেনে আপনিও কিন্তু নিজে থেকেই ভক্তি ও নিষ্ঠা দিয়ে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে পারেন।

সরস্বতী পূজা:

বসন্ত পঞ্চমী (Vasant Panchami) অথবা মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যার দেবীর সরস্বতী দেবীর পূজা অর্চনা। সরস্বতীর আরাধনায় বিভিন্ন ধরনের নিয়ম পালন করার সাথে সাথে এমন কিছু বিষয় রয়েছে যার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হয় যাঁরা এই পূজার ব্রতী হবেন এবং যিনি পূজা সম্পন্ন করবেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে সরস্বতী পূজা হয়ে থাকে, যা সমগ্র পরিবেশে একটা সুন্দর পুজো পুজো আমেজ নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় সুন্দরভাবে পাস করার জন্য, ভালো নাম্বার আনার জন্য ছাত্র-ছাত্রীরা সরস্বতী পূজার আয়োজন করে থাকেন এবং দেবীর কাছে পড়াশোনার আশীর্বাদ চেয়ে থাকেন।

তবে এই পূজা অনেক ক্ষেত্রে বাড়িতে নিজে থেকেই করা যায়, তাই এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে আপনিও বাড়িতেই সরস্বতী পূজা করতে পারবেন।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশেষ কিছু নিয়ম সম্পর্কে যেগুলি পালন করে সরস্বতী পূজা সম্পন্ন করবেন:

সরস্বতী পূজার উপকরণ:

  • দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি,
  • পরিষ্কার সাদা কাপড়,
  • আম পাতা ও বেলপাতা,
  • বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্মফুল, জুঁই ফুল, গাঁদা ফুল ইত্যাদি,
  • হলুদ,
  • আতপ চাল,
  • সিঁদুর,
  • পাঁচ রকমের ফলের মধ্যে নারকেল, কলা অবশ্যই থাকতে হবে,
  • কলস অথবা ঘট,
  • পান পাতা,
  • সুপারি,
  • পলাশ ফুল,
  • কাঁচা হলুদ,
  • ধান,
  • দুর্বা ঘাস,
  • দুধ,
  • খাগের কলম ও দোয়াত,
  • হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে দিতে পারেন,
  • হাতে খড়ি দিতে হলে শ্লেট-খড়ি ও খাতা পেন্সিল অথবা মাটির সরা,
  • ধূপকাঠি,
  • প্রদীপ,
  • কালি,
  • দোয়াত,
  • বই ইত্যাদি।

সরস্বতী পূজার পদ্ধতি:

১) সবার প্রথমে যিনি সরস্বতী পূজা করবেন তাঁকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে এবং উপবাসে থাকতে হবে। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়, স্নানের পর সাদা অথবা হলুদ কাপড় পরে পূজায় বসার নিয়ম রয়েছে।

২) স্নানের আগে নিম ও হলুদ বাটা মেখে নিতে হবে, কেননা এটি এই পূজার সাথে জড়িত একটি নিয়ম। আর বিশ্বাস করা হয় যে, পুজোর আগে নিম ও হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়।

৩) এরপর যে স্থানে মূর্তি স্থাপন করবেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে পিড়ির উপরে সাদা কাপড় পাতুন।

৪) এরপর সেখানে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন এবং তার সামনে ঘট বসান।

৫) ঘটে জল ভরে তার উপরে আমের পাতা রাখুন এবং এর উপরে একটি পান পাতা রাখুন।

৬) কালির দোয়াতে দুধ ধরে তাতে খাগের কলম রাখুন, দেবীর মূর্তির সামনে দোয়াত ও কলম রাখতে হবে।

৭) তারপর পুজোর স্থানে হলুদ, কুমকুম / সিঁদুর, আতপ চাল ও ফুল মালা দিয়ে সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর গলায় ফুলের মালা দিন অবশ্যই সেটি হলুদ অথবা সাদা রঙের ফুল দিয়ে মালা তৈরি হতে হবে।

৮) সরস্বতীর একপাশে বই রাখতে হবে, দোয়াত ও কলম রাখতে হবে, যা বিদ্যার অংশ এছাড়াও বাদ্যযন্ত্রও রাখা যেতে পারে।

৯) যদি আপনি সংগীত অথবা নৃত্য কলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে রাখতে পারেন।

১০) তাছাড়া যাঁরা শিল্পী রয়েছেন তাঁদের আঁকার তুলি দেবী সরস্বতীর এক পাশে দেবীর কৃপাদৃষ্টি লাভের জন্য রাখতে পারেন, তার পাশাপাশি শুকনো রংও রাখা যেতে পারে।

১১) দেবী সরস্বতীর পাশে স্থাপন করুন সিদ্ধিদাতা গণেশের মূর্তি, এরপর সরস্বতী পূজার মন্ত্র পাঠ করুন।

১২) এরপর প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে ভোগ নিবেদন করতে হবে।

১৩) আম পাতা, বেলপাতা নিবেদন করতে হবে দেবী সরস্বতীকে।

১৪) নৈবেদ্য হিসেবে কুল ফল অবশ্যই রাখা প্রয়োজন, তাছাড়া ভোগ হিসেবে অনেকেই খিচুড়ি রান্না করে থাকেন এবং লুচি পায়েসও রয়েছে।

১৫) ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে, কুলসহ নানান রকমের ফল রাখতে হবে। উল্লেখ্য যে কূল কিন্তু সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পূজার আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই। আর এই বিষয়টি ছোট ছোট বাচ্চারা ভীষণভাবে মানে। এরপর হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিন দেবীর চরণে।

১৬) এরপর দেবী সরস্বতীর মূর্তির সামনে নিঃশব্দে বসে ধ্যান করুন। আপনার মনের ইচ্ছা দেবীকে জানান। পূজা সম্পন্ন হয়ে গেলে পূজার প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন।

বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে সরস্বতী পূজার খিচুড়ি যা খুবই মুখরোচক হয় এবং পরিবারের সকল সদস্যের সাথে খিচুড়ি, বেগুন ভাজা এবং চাটনি সহযোগে সরস্বতী পূজার দিনটি আরো বেশি সু-মধুর করে তুলতে পারেন আপনি।

সারা বছর ধরে এই পুজার জন্য অপেক্ষা করে থাকা হয়, পূজার পরের দিন পর্যন্ত আবার দেবীকে ভোগ, নৈবেদ্য অর্পণ করার পর বিশেষ তিথি মেনে বিসর্জন দেওয়া হয়। অনেক সময় বাড়িতে পূজা হলে সেই দেবী মূর্তি রেখে দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয় না।

1 thought on “সরস্বতী পূজা পদ্ধতি ও উপকরণ – Saraswati Puja Vidhi”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!