Worldwide Bengali Panjika

নবরাত্রি পূজা বিধি ও ব্রত – Navratri Puja


নবরাত্রির পূজা বিধি ও সম্পূর্ণ ব্রত পালন (Navratri Puja Vidhi): নবরাত্রির পূজা বিধি হিন্দু পরিবারের অন্যতম জনপ্রিয় পূজা। নবরাত্রী মা দুর্গায় পূজার নিবেদিত এবং পর্যবেক্ষকদের কাছে দুর্দান্ত গ্রহণ ও সমৃদ্ধি অর্জনের কথা বলা হয় এবং এই পূজা বাড়িতে সম্পাদন করার জন্য বিশেষ কিছু নিয়ম পালন করে চলতে হয়। সেক্ষেত্রে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে নিজেই ঘরে পরিবারকে সঙ্গে নিয়ে এই পূজা সম্পন্ন করা সম্ভব। ব্রত পালনের সাথে সাথে সকল প্রকার উপকরণ দিয়ে এই ব্রত পালন করতে হয়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

সমস্ত শক্তি, জ্ঞান, করুণা এবং গৌরবের মুক্ত প্রতীক হলেন মা দুর্গা। সর্বশক্তিমান এর প্রতীক যেখানে নবরাত্রি ব্রত সকলের কাছে এক অনন্য উপহার। সুতরাং এই পুজো টিকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে গ্রহণ করতে হয় এবং পূর্ণ নিষ্ঠা একাগ্রতা এবং ভালোবাসা প্রদর্শন করে প্রার্থনা করতে হয়। পূজার জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মল রাখা খুবই জরুরী। পূজার সময় মন ও শরীরের বিশুদ্ধতা ও খুবই গুরুত্বপূর্ণ।

নবরাত্রি ব্রত পালন:

যেহেতু নবরাত্রি পূজা ৯ দিনের বেশি দিন ধরে উদযাপন করা হয়, সেই কারণে যে ভক্ত নবরাত্রির ৯ দিনের সমস্ত একই সময়সূচি অনুসরণ করে এবং সকল নিয়ম মেনে সন্ধ্যায় একবার এই পূজা করে থাকেন তাহলে কিন্তু তা খুবই শুভ ফলদায়ক। দেবীর নয়টি রূপের পূজা করা হয়ে থেকে এই শুভ সময়ে। তাই সকল অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার ঘটানোই কিন্তু এই পূজার মূল উদ্দেশ্য।

নবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ:

নবরাত্রি পূজার জন্য সামগ্রী বা উপকরণ হিসেবে যেগুলি প্রয়োজন পড়বে সেগুলি নিচে দেওয়া হল:-

  • মা দুর্গার ছবি অথবা প্রতিমা,
  • যবের বীজ,
  • বীজ বপনের জন্য উর্বর মাটিযুক্ত একটি মাটির পাত্র,
  • জল,
  • কলসি,
  • নারকেল,
  • লাল কাপড়,
  • ফুল,
  • ফল,
  • মুদ্রা,
  • আমের পাতা,
  • প্রতিমা বা চিত্রের জন্য বেদী,
  • লাল বেদীর উপরে ছড়িয়ে ছিটিয়ে কাপড়,
  • পবিত্র সুতা,
  • কাঁচা চাল,
  • সুগন্ধি ফুল,
  • ধূপকাঠি,
  • ঘি ও সাথে প্রয়োজন পড়বে মাটির প্রদীপ,
  • নৈবেদ্য,
  • কর্পূর,
  • পূজার থালা,
  • তিলক এর জন্য রোলি,
  • বেল,
  • আটা,
  • গম,
  • ময়দা,
  • চানা,
  • চিনি,
  • আলু প্রভৃতি।

নবরাত্রি পূজার নিয়ম / পূজা বিধি:

  • প্রথমত পূজার জন্য বেদী স্থাপন করতে হবে তার উপরে লাল কাপড় বিছিয়ে দিতে হবে।
  • তার উপরে মা দুর্গার প্রতিমা অথবা ছবি রাখতে পারেন।
  • কয়েকটি পূজার থালায় সমস্ত পূজার উপকরণ সাজিয়ে রাখুন।
  • বেদীটির কাছে মাটির পাত্রটিতে মাটি দিয়ে দিন এবং জল ছিটিয়ে দিন আর এই টবের মধ্যে বীজ বপন করুন।
  • পঞ্জিকা অনুসারে ভালো মুহূর্ত অথবা শুভ সময়ে ঘট স্থাপন করা অবশ্যই প্রয়োজন।
  • গঙ্গাজল অথবা পরিষ্কার পানীয় জল দিয়ে কলসি অথবা ঘট পূরণ করতে হবে।
  • ঘটের মুখে আমের পাতা রাখতে হবে, নারকেলটি লাল কাপড়ে জড়িয়ে রাখতে হবে এবং তার চারপাশে সুতো বেঁধে দিতে হবে।
  • আপনার বাসস্থান বা যে অঞ্চল এ বসবাস করেন সেই অঞ্চলের রীতি-নীতি অনুসারে ঘট টি মাটির পাত্রের উপরে রাখা যেতে পারে।
  • নবরাত্রি পূজার আমন্ত্রণ হিসেবে বাতি অথবা প্রদীপ জ্বালিয়ে দিতে হবে।
  • ধূপকাঠি জ্বালাতে হবে, পূজার সময় ঘট টিকে শুদ্ধ করতে এবং পূজার সময় নয় দিনের জন্য ঘট স্থাপন করে প্রার্থনা করতে হবে ভক্তি ভরে।
  • প্রার্থনা করার পর দেবদেবীদের অর্পণ করতে হবে সুগন্ধি ফুল, ধূপের ধোঁয়া, কর্পূরের আগুনের শিখা এবং রান্না করা খাবার সহ পাঁচটি উপকরণ দিয়ে পূজা করতে হবে।
  • মা দুর্গার মূর্তির সামনে দুর্গা মন্ত্র গুলি জপ করতে হবে এবং দেবীর উপস্থিতির জন্য তাঁকে নিমন্ত্রণ করতে হবে।
  • আর নয় দিন ধরে আপনাকে পূজা গ্রহণের সাথে অনুরোধ অথবা প্রার্থনা করতে হবে।
  • এছাড়া মা দুর্গার কাছে পঞ্চ উপাচার অর্থাৎ পাঁচটি নৈবেদ্য দিয়ে পুনরাবৃত্তি হিসেবে পূজা করুন।
  • কর্পূর জ্বালিয়ে সেই শিখায় মা দুর্গাকে আরতি করুন।
  • মা দুর্গার ঘট এবং ঘটে উপস্থিত আরও দেবদেবীদের আরতি তুলে দিতে পারেন।

নবরাত্রি ব্রত পালনে উপবাস করার নিয়ম:

প্রতিটি ব্রত পালনের ক্ষেত্রে উপবাস থাকাটা খুবই প্রয়োজনীয় বলে মনে করা হয় এবং অনেকেই সেটা পালন করে থাকেন। আপনি যদি উপবাস করতে চান তবে নির্ধারিত পদ্ধতিতে আপনাকে নবরাত্রির নয় দিনই উপবাস পালন করতে হবে।

সন্ধ্যায় পূজার পর ফল, মিষ্টি খেয়ে সেই উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়া পূজোর জন্য এবং পুজোর পরে ছোট ছোট মেয়েদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ঘরে নিয়ে আসতে হবে। তাদের পা জল দিয়ে ধুয়ে দিতে হবে, আর বাড়ির ভিতরে তাদের একটি আরামদায়ক জায়গায় বসতে দিন।

কেননা কুমারী পূজা হিসেবে ছোট ছোট বাচ্চা মেয়েদের দেবী জ্ঞানে পূজা করা হয়। মনে করা হয় ছোট ছোট মেয়েদের মধ্যে দিয়েই মা দুর্গা গৃহস্থের বাড়িতে পূজা নিতে আসেন। তাই ছোট ছোট মেয়েদের কিছু মজাদার এবং তাদের পছন্দের খাবার খাওয়ানোর চেষ্টা করুন আপনার সাধ্যমত। খাওয়া শেষ করার পর কপালে তিলক দিয়ে সুন্দর উপহার দিয়ে তাদেরকে খুশি করতে পারেন।

নবরাত্রির ব্রত পালন করার শুভ ফল:

প্রতিটি বছর এই ব্রত পালন করলে আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি সম্পদ, স্বাস্থ্য, প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং বাড়ির সকল সদস্যের মঙ্গল সাধন হয়। দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করতে এই ব্রত পালন করার চেষ্টা করুন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

মায়ের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়ে প্রার্থনা করে নৈবেদ্য অর্পণ করুন এবং পুষ্পাঞ্জলি দিন। আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের উপরে মায়ের আশীর্বাদ সর্বদাই বর্ষিত হবেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!