Worldwide Bengali Panjika

ইতু পূজা সমাপন ও ঘট বিসর্জন পদ্ধতি – Itu Puja Visarjan Vidhi


ইতু পূজা সমাপন ও ঘট বিসর্জন (Itu Puja Visarjan Vidhi): যাঁরা এই ইতু পূজার ঘট বসিয়ে থাকেন তাঁরা অবশ্যই জানবেন যে অগ্রহায়ণ সংক্রান্তি অর্থাৎ অগ্রহায়ণ মাসের শেষে এই ইতু পূজা সমাপন করতে হয় অর্থাৎ সমাপ্ত করতে হয় এবং তার সাথে সাথে ঘট বিসর্জন করতে হয়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

বাঙালির নিয়ম মেনে এই দিনে ইতু পূজা শেষ করা হয় এবং জলে বিসর্জন দেওয়া হয়। অনেকেই ব্রাহ্মণ ডেকে এনে এই পূজা সমাপ্ত করেন আবার অনেকেই নিজেরাই মন্ত্র পড়ে পুজো সম্পন্ন করে ইতুর ঘট বিসর্জন দিয়ে থাকেন।

নিয়ম অনুসারে সকল কুমারী, বিবাহিত মেয়েরাই এই পূজা করে থাকেন। কার্তিক মাসের সংক্রান্তির দিন পরিষ্কার জায়গাতে সরার মাঝখানে ঘট বসানো হয়।

ইতু পূজা ও ব্রত পালন বিধি ও ইতু পূজা মন্ত্র

ইতু পূজার প্রয়োজনীয় উপকরণ:

এই পূজার প্রয়োজনীয় উপকরণ হিসেবে সিঁদুর, হলুদ ফুল, বেলপাতা, হরিতকি, তিল, প্রদীপ, ধুপ, ফল ও মিষ্টির নৈবেদ্য সাজিয়ে পূজা করার বিধান রয়েছে। এছাড়া ঘট ও সরার মধ্যে ধান, মান কচু ও হলুদ, গম, মটর, শুষনি শাক, সর্ষে, কলমি শাক ও পাঁচটি ডালের বীজ ইত্যাদি শস্য ও সবজি বসিয়ে প্রতি রবিবার পূজা করার নিয়ম রয়েছে। তাই অগ্রাহায়ন মাসের প্রতিটি রবিবার এই পূজা চলতে থাকে। এরপর অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পূজা শেষ করে পুকুর, নদী অথবা বাড়ির কাছে থাকা যে কোন পবিত্র জলাশয় বিসর্জন দেওয়ার রীতি রয়েছে।

সম্পূর্ণ এক মাস ধরে এই ইতু পূজার জন্য গাঁদা ফুলের প্রয়োজন পড়ে, আর এই শীতকালেই কিন্তু গাঁদা ফুল প্রচুর পরিমাণে ফুটতে দেখা যায়। অথবা বাড়িতে বাড়িতে গাঁদা ফুলের চারা বসিয়ে এই পূজার জন্য উপযুক্ত ফুল পাওয়ার অপেক্ষা করা হয়।

বিভিন্ন বন্যফুল থেকে শুরু করে গাঁদা ফুল, সরষে ফুল, মূলোর ফুল এগুলি প্রয়োজন পড়ে এই পূজাতে। অনেকেই সারা মাস ধরে পূজা করেন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে ঘট বসিয়ে থাকেন আবার অনেকেই অগ্রহায়ন সংক্রান্তির আগে ঘটে সমস্ত রকম ফুল ও নৈবেদ্য অর্পণ করে এই পূজা করে পরের দিন অর্থাৎ অগ্রহায়ন সংক্রান্তির দিন বিসর্জন দিয়ে থাকেন।

ইতু পূজার ব্রত কথা ও পুজার শুভ ফল লাভ

ইতু পূজা ঘট বিসর্জন:

এবার জানা যাক, কিভাবে অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতু পূজার ঘট বিসর্জন করবেন:

  • খুব সকালে, একদম ব্রহ্ম মুহূর্তে ওঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে দিন।
  • এই সংক্রান্তির দিন নতুন চাল দিয়ে রান্না করার বিধান রয়েছে।
  • চারিদিকে কুয়াশা মিশ্রিত পরিবেশে এমন পূজার জোগাড় আপনাকে কিন্তু করতে হবে। এদিন যেমন পিঠা খাওয়ার প্রচলন রয়েছে তেমনি নবান্নের মত নতুন ফল ও সবজি, গুড় খাওয়ারও প্রথা রয়েছে।
  • এই শুভদিনে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সন্তান কামনার জন্য ইতু পূজার ব্রত পালন করা হয়।
  • যিনি এই ব্রত পালন করবেন অর্থাৎ ব্রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় সারাদিন।
  • ব্রত পালনের জন্য উপবাস বা নিরামিষ খাওয়ারও প্রচলন রয়েছে।
  • অনেকে সেই ঘটের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ফুল, মান কচু বা আরও অন্যান্য যে উপকার গুলো দেওয়া থাকে সেগুলি ভাসিয়ে দিয়ে সেই ঘট-টিকে জলপূর্ণ করে ঘরে নিয়ে আসেন।

✨ আমরা আগেই জেনেছি যে ইতু পূজা অন্য দিক থেকে সূর্যদেবের পূজা করার একটি রীতি, সঙ্গে রয়েছ লক্ষ্মী-নারায়ণের পূজা করার প্রথা। এই পূজায় কোন মূর্তি থাকে না, মাটির সরা এবং মাটির ঘটকেই দেবতা জ্ঞানে পূজা করে থাকেন বাঙালির ঘরে ঘরে ছোট থেকে বড় মেয়েরা। এই ইতু পূজার সাথে মিশে আছে লক্ষ্মী পূজার বেশ কিছু নিয়মও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!