Worldwide Bengali Panjika

গন্ধেশ্বরী পূজা – Gandeshwari Puja


শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা (Gandeshwari Puja): দেবী দুর্গার আরো একটি রূপ হল দেবী গন্ধেশ্বরী। এই গন্ধেশ্বরী সিংহবাহিনী এবং এই দেবী গন্ধাসুর নামক এক দানবকে বধ করেছিলেন বলে এই দেবীকে গন্ধেশ্বরী (Devi Gandeshwari) নামে অভিহিত করা হয়। গন্ধেশ্বরী মা দুর্গারই একটি অংশ বিশেষ। দেবী গন্ধেশ্বরীর পূজা অনেক জায়গায় হয়ে থাকে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

প্রাচীনকালে বণিকরা যখন ময়ূরপঙ্খী নৌকা ভাসিয়ে চলতেন বাণিজ্য করার জন্য পথে যেমন ঝড়-বৃষ্টি, বন্যা ইত্যাদি আশঙ্কা ছিল তেমনি ছিল ডাকাত বন্য জীবজন্তুর ভয় এইসবের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী গন্ধেশ্বরীর পূজা করতেন এবং এটা বিশ্বাস করতেন যে দেবী গন্ধেশ্বরী তাঁদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন আর সেখান থেকে মাতা গন্ধেশ্বরীর পূজা চলে আসছে।

গন্ধেশ্বরী পূজায় প্রয়োজনীয় দ্রব্য:

এই গন্ধেশ্বরী পূজাতে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হল:-

  • প্রতিমা,
  • পুরোহিতবরণ,
  • একটি সিঁদুর পঞ্চগুঁড়ি,
  • পঞ্চগব্য,
  • পঞ্চরত্ন,
  • পঞ্চ শস্য,
  • ঘট একটি,
  • পঞ্চ পল্লব,
  • কুণ্ড হাঁড়ি,
  • একটি তেকাঠি,
  • একটি দর্পণ,
  • অধিবাসের ডালা,
  • তির চারটি,
  • শিসসহ ডাব একটি,
  • একসারা আতপ চাল,
  • তিল,
  • হরিতকি,
  • আটটি ফুল,
  • কুচানো নৈবেদ্য,
  • একটি ফুলের মালা,
  • বেল পাতার মালা,
  • গন্ধেশ্বরীর শাড়ি,
  • একটি শিবের ধুতি,
  • একটি নারায়নের ধুতি,
  • একটি অসুরের ধুতি,
  • একটি জয়ার শাড়ি,
  • একটি চন্ডী শাড়ি,
  • একটি বিজয়ের শাড়ি,
  • একটি লক্ষ্মীর শাড়ি,
  • একটি চাঁদ মালা,
  • একটি বিভিন্ন উপকরণের পাশাপাশি,
  • মিষ্টান্ন,
  • রচনা,
  • একটি থালা,
  • ঘটি একটি,
  • লোহা,
  • শঙ্খ,
  • নথ,
  • সিঁদুরচুবড়ি,
  • একটি ভোগের দ্রব্যাদি,
  • বালি,
  • কাঠ,
  • খোড়কে,
  • ঘি একপোয়া,
  • হোমের জন্য বেলপাতা ২৮ টি,
  • পানের মসলা,
  • পূর্ণ পাত্র একটি,
  • আরতি এবং
  • দক্ষিণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!