Worldwide Bengali Panjika

মহাষ্টমীতে সন্ধি পূজার নিয়ম – Ashtami Sandhi Puja


মহাষ্টমীতে সন্ধি পূজার নিয়ম (Ashtami Sandhi Puja): দুর্গাপূজার প্রত্যেকটি দিন শুভ শক্তির আগমন ঘটানোর এক একটি শুভ সময়। এছাড়া দুর্গাপূজার সাথে জড়িত রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হল সন্ধিপূজা। সন্ধি পূজায় দেবী মহামায়া কে ষোল উপাচারে নিবেদন করে পূজা করার রীতি প্রচলিত রয়েছে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

এছাড়া প্রাচীনকালে পশু বলির মাধ্যমে পূজার আয়োজন করা হতো ঠিকই, তবে বর্তমানে বলি প্রথা নিষিদ্ধ হওয়ায় মাংস, রক্ত ও মদ নিবেদন করে দেবীকে আরাধনা করা হয়। এছাড়া এই সময় ১০৮ টি পদ্মফুল, ১০৮ টি মাটির প্রদীপ ও নিবেদন করার রীতি প্রচলিত রয়েছে।

সন্ধি পূজা (Sandhi Puja):

সন্ধিপূজা হলো দুর্গাপূজার সবচেয়ে উল্লেখযোগ্য একটি অধ্যায় অথবা পর্ব বলা যেতে পারে। যেখানে অনেকে অংশগ্রহণ করে এই সন্ধি পূজার সৌন্দর্য উপভোগ করেন। মহা অষ্টমী ও মহা নবমীর সন্ধিক্ষণে বিশেষ আচার মেনে পালিত হয় এই গুরুত্বপূর্ণ সন্ধিপূজা (Sandhi Puja)।

দুর্গাপূজার নিয়ম অনুসারে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহানবমী তিথির প্রথম ২৪ মিনিট অর্থাৎ সর্বমোট ৪৮ মিনিটের মধ্যে এই সন্ধি পূজা সম্পন্ন করার প্রথা রয়েছে। মহাষ্টমীর সকালে অঞ্জলি না দিলেও সন্ধি পূজার অঞ্জলি (Sandhi Puja Anjali) ও পূজা করা অপরিহার্য মিলন মনে করা হয়। সন্ধি পূজায় যোগ দিলে সারা বছর দূর্গা পূজা না করেও সেই শুভ ফল লাভ করা সম্ভব হয়।

সন্ধি পূজার কিছু নিয়ম:

প্রতিটি পূজার মতো সন্ধি পূজায়ও বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় এবং কিছু উপকরণ প্রয়োজন পড়ে। সন্ধি পূজায় ১০৮ টি পদ্মফুল, ১০৮ টি মাটির প্রদীপ না থাকলে সেখানে দুর্গাপূজা কখনোই সম্পূর্ণ হয় না।

সন্ধি পূজার সাথে জড়িত রয়েছে নানা ধরনের রীতি ও আচার। এই সন্ধি পূজার সময় কেউ কেউ উপবাস রাখেন, আবার কেউ সারাদিন উপোস রেখে সন্ধি ব্রত পালন করে থাকেন। মনে করা হয় এই সময় সেই ভক্ত মৃত্যু ও দুঃখ, কষ্ট থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয় জীবনের সকল ক্ষেত্রে যম তাকে স্পর্শ করতে পারবে না।

মনে করা হয় সারা বছর দুর্গার আরাধনা না করলেও এই সন্ধি পূজায় যদি উপবাস রেখে পুজো ও অঞ্জলি দেওয়া যায় তাহলে ভক্তি ভরে সন্ধিপূজায় যোগ দেওয়ার শুভফল হিসেবে আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। সংসারে আসবে মঙ্গল আর এই দিন দেবীর নাম ও মন্ত্র উচ্চারণ করলে দারুন শুভফল লাভ করতে পারবেন।

সন্ধি পূজায় প্রয়োজনীয় উপকরণ:

প্রতিটি পূজার মতো সন্ধি পূজায় বেশ কিছু উপকরণ প্রয়োজন পড়ে, সেগুলি নিম্নরূপ:

  • ১০৮ টি পদ্মফুল,
  • ১০৮ টি মাটির প্রদীপ ছাড়াও সন্ধি পূজায় আরো অন্যান্য উপকরণ হিসেবে লাগবে,
  • স্বর্ণ আঙ্গুরিয়ক ১ টি,
  • শাড়ি ১ টি,
  • লোহা ও নথ ১ টি,
  • চেলির শাড়ি ১ টি,
  • শাড়ি ১ টি,
  • মধুপর্কের কাঁসর বাটি ১ টি,
  • থালা ১ টি,
  • ঘটি ১ টি,
  • দই,
  • চিনি,
  • মধু,
  • ঘি,
  • বালিশ ১ টি,
  • মাদুর ১ টি,
  • চাঁদ মালা ১ টি,
  • ভোগ ও আরতির উপকরণ,
  • নৈবেদ্যার মধ্যে প্রধান নৈবেদ্য হিসেবে লাল ফল ও
  • ফুলের মধ্যে জবা ফুল অবশ্যই থাকতে হবে।

সন্ধি পূজার এই মাহেন্দ্রক্ষণে কেউ বলি দেন, কেউ সিঁদুর সিক্ত একমুঠো মাসকলাই বলি দেন, সবকিছুই কিন্তু প্রতীকী। সর্বকালের সর্বক্ষণের দুষ্টের দমন হয় দেবীর দ্বারা। ঢাকের বাদ্যির সাথে যুদ্ধ জয়ের এই সন্ধিক্ষণ সকলেরই খুবই পছন্দের, ১০৮ প্রদীপের আলোক মালায় চারিদিক যেন আলোকিত হয়ে ওঠে। আর ১০৮ টি পদ্ম ফুলে সুসজ্জিত হয়ে ওঠেন দেবী দুর্গা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!