Worldwide Bengali Panjika

অঘোর চতুর্দশী ব্রত পালন – Aghora Chaturdashi Vrat


অঘোর চতুর্দশী ব্রত (Aghora Chaturdashi Vrat): এমন অনেকেই রয়েছেন যাঁরা খুবই শিব ভক্ত। শিবের আরাধনায় নিজেকে একেবারে নিয়োজিত করে রেখেছেন। তবে শিবরাত্রি (Shivratri) ছাড়াও আরো একটি শিবের আরাধনার দিন রয়েছে সেটি হল অঘোর চতুর্দশী ব্রত, শিব পূজায় শিব অত্যন্ত প্রীত হন, ফলে কার্যসিদ্ধি হয় খুবই সহজে।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

অঘোর শিবের উপাসকগণ অঘোরী (Aghori) নামে পরিচিত। এরা অঘোরমন্ত্র তে দীক্ষিত হয়ে থাকেন এবং তান্ত্রিক হয়ে থাকেন শিব ও কিন্তু তন্ত্রের জনক। যাঁরা সিদ্ধ ভক্ত রয়েছেন তাঁদের মধ্যে একটি শাখা হলো অঘোরি যোগী (Aghori Yogi)। এঁরা গোরক্ষক, পূর্ব যুগের যুগে অঘোর শিবের পূজা হয়, শ্মশানে অঘোর চতুর্দশীতে শিব পূজায় কার্যসিদ্ধি হয় খুব তাড়াতাড়ি।

অঘোর চতুর্দশী ব্রত পালনের মাহাত্ম্য:

একসময় কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে বললেন যে “হে দেবী একটি সর্বশ্রেষ্ঠ ব্রত আছে তুমি আমার অতি প্রিয়তমা তাই সেই ব্রতের কথা তোমাকে বলছি, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীকে অঘোর চতুর্দশী বলে ঐদিন আমার পুজো করলে আর কখনো নরক দর্শন করতে হবে না।”

অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান:

  • এই ব্রত পালন করার আগের দিন শুদ্ধ মনে উপোস করে থাকতে হয়।
  • ব্রত পালনের দিন জলপূর্ণ চারটি কুম্ভ চারটি অর্ঘ্য সাজিয়ে প্রতি প্রহরে প্রহরে শিব কে স্নান করাতে হবে।
  • খড়ি দিয়ে শিবের মূর্তি তৈরি করে বেলপাতা, সাদা ফুল, শ্বেত চন্দন দিয়ে পূজা করতে হবে।
  • পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে অবশ্যই।
  • ব্রত পালনের দিন রাত্রি জেগে চার প্রহরে চারটি অর্ঘ্য অর্পণ করতে হবে, পরের দিন যথাযথ পারণ করতে হবে।
  • যিনি নিজের মঙ্গল কামনা করবেন তিনি নমঃ শিবায় মন্ত্রে ভক্তি সহকারে অবশ্যই হোম করবেন।
  • পূজার শেষে ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং দক্ষিণা দান করতে হবে।
  • এই উপবাস করে মহানিশায় শিব পূজা করলে পাওয়া যায় অলৌকিক শুভ ফল।

পঞ্চমুখ শিবের পূজা:

শত রুদ্র সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে এই শুভদিনে মহা নিশায় পঞ্চমুখ শিবের পূজা (Panchamukhi Lord Shiva) করতে হয়। শিবের এই পাঁচটি মুখের নাম হলো:- ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর ও সদ্যজাত। এই পাঁচটি মুখমন্ডলের সাহায্যে তিনি সৃষ্টি, স্থিতি, তিরোভাব, সংহার ও অনুগ্রহ এই পাঁচটি কাজ করেন।

ভগবান শিবের এক নাম হলো ‘অঘোর’ অঘোর শিব শ্মশানে থাকেন। অঘোর শব্দের অর্থ হলো যাঁর ঘোর কেটে গেছে। এই পূজোর দর্শন হলো শাক্ত ভাবে শৈব আরাধনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!