Worldwide Bengali Panjika

বিশ্ব আদিবাসী দিবস – World Indigenous Day


বিশ্ব আদিবাসী দিবস (World Indigenous Day): আন্তর্জাতিক আদিবাসী দিবস টি বিশ্বের ৯০ টি দেশে ৩৭০ বিলিয়ন আদিবাসীরা উদযাপন করে থাকেন। সারা বিশ্বের সঙ্গে এই দিবস পালিত হবে ভারতেও। ভারত সহ অন্যান্য দেশেও আদিবাসী জনগণ তাঁদের ভূমির অধিকার, অঞ্চলের অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার পরিচয়, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদা স্বীকৃতি দাবিতে এই আদিবাসী দিবসটি পালন করে থাকেন।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

এইদিন সমস্ত আদিবাসীরা তাঁদের আঞ্চলিক পোশাকে সেজে ওঠেন এবং একটি মিছিল বের করেন এবং তাঁদের আদিবাসী গানে নৃত্য পরিবেশন করেন। সমাজের সকল মানুষের সাথে সমান ভাবে বেঁচে থাকার এবং সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার এক প্রতিবাদ বলা যেতে পারে এই দিবসটি উদযাপন করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!