Worldwide Bengali Panjika

ইংরেজি নববর্ষ – Happy New Year


ইংরেজি নববর্ষ (Happy New Year): বাংলা হোক অথবা ইংরেজি ১২ মাসের পর আবার একটি নতুন বছর শুরু হয়, আর সেই দিনটি খুবই আনন্দের সাথে পালন করা হয় কেননা আরও একটি নতুন বছর আমরা পেয়েছি। পুরনো বছরকে বিদায় জানিয়ে আবার একটি নতুন বছরে পা রাখাটা খুবই আনন্দের বিষয়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

ঘড়ির কাঁটা রাত বারোটার ঘরে আসার সাথে সাথেই চারিদিকে আতশবাজির শব্দ এবং আলোক মালায় চোখ ঝলসে যায়। গির্জা, মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় স্থানে ঘন্টার ধ্বনি শুনতে পাওয়া যায়। নতুন বছরে নতুন সময়ের উদযাপন শুরু হয়ে যায়। নতুন বছরের উদযাপনকে ঘিরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রীতি প্রচলিত রয়েছে।

ইংরেজি নববর্ষ পালন:

অস্ট্রেলিয়ার সিডনি শহরে সারা বিশ্বে নববর্ষের সবচেয়ে বড় উদযাপন হয়ে থাকে। সিডনি হারবার ব্রিজ থেকে বছর শুরুর রাতে আশি হাজারেরও (৮০,০০০) বেশি আতশবাজি ছাড়া হয়। যা আকাশকে আলোর ফুলে ভরিয়ে তোলে।

সিডনি ছাড়াও নতুন বছর উদযাপনের সেরা তিনটি স্থান হল ডিজনি ওয়ার্ল্ড, লাস ভেগাস এবং নিউ ইয়র্ক সিটি। আন্টার্টিকায় প্রতিবছর নিউ ইয়ারের গ্র্যান্ড সেলেব্রেশন হয় যা দূর দূরান্তর থেকে অনেকেই এই সেলিব্রেশন দেখতে আগে থেকেই সেখানে চলে যান আর সেই সেলেব্রেশন একটি মিউজিক ফেস্টিভাল কে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়।

প্রাচীন হাওয়ায় দ্বীপপুঞ্জের নিউ ইয়ার সেলিব্রেশন চলতে থাকে, প্রায় টানা চার মাস ধরে এই উৎসবের আনন্দে সকল মানুষ খুবই ব্যস্ত থাকার কারণে বন্ধ থাকতো সমস্ত কাজকর্ম, তার সাথে সাথে বন্ধ থাকতো যুদ্ধ। চার মাস ধরে শুধুমাত্র নাচ, গান পিকনিক ও সেলিব্রেশন এর আনন্দে ভাসতেন তাঁরা।

এছাড়া এখনো পর্যন্ত নতুন বছর পড়ার আগের দিন থেকে শুরু হয়ে যায় চারিদিকে পিকনিক করার তোড়জোড়। বাড়ি থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে গিয়েও গান ও নাচের মধ্যে দিয়ে পিকনিক করা হয়, অনেক আগে থেকেই এর পরিকল্পনা করা হয়ে থাকে নিউ ইয়ার উদযাপন করার জন্য।

২৫ ডিসেম্বর বড়দিন পালনের পাশাপাশি এই নতুন বছর অর্থাৎ ইংরেজি নিউ ইয়ার এর আনন্দ একসাথে মিশে একাকার হয়ে যায়। আর চারিদিকে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অনেকেই অনেক দূর-দূরান্তরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, আবার ভালো রেস্টুরেন্ট অথবা হোটেল গিয়ে সেখানে খাওয়া-দাওয়ার পর্বটাও সেরে নেন। এছাড়া সারা বছর ধরে পরিকল্পনা করার পর এই বিশেষ দিনটিতে কোন স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকেন।

নতুন বছরের শুভেচ্ছা জানানো:

বর্তমান যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আগে যেমন কার্ড এর মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানানো হতো তেমনটা এখন আর চোখে পড়ে না। সমস্তটাই চলে মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে।

তবে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আপনজনদের পাশাপাশি পাড়া-প্রতিবেশীদের এবং সোশ্যাল মিডিয়াতে whatsapp, facebook, twitter, instagram ইত্যাদি ক্ষেত্রে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় আগামী জীবন সুন্দর হওয়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!