Worldwide Bengali Panjika

নাগপঞ্চমী পূজা – Nagpanchami Puja


নাগপঞ্চমী পূজা: হিন্দু ধর্মে বিভিন্ন পূজার মধ্যে নাগপঞ্চমী পূজাও একটি বিশেষ পূজা। প্রতিবছর বর্ষা শুরু হওয়ার সাথে সাথে এই নাগপঞ্চমী পূজাও চলে আসে। এর সাথে সাথে নাগ পঞ্চমীর দিন নাগ দেবতা ও মা মনসার পূজা করা হয়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

ধর্ম বিশ্বাস অনুসারে এই দিনে নাগ দেবীর পূজা করলে রাশিচক্রে রাহু ও কেতু সম্পর্কিত বিভিন্ন দোষ ত্রুটি দূর হয়ে যায়। সাপের ভয় এবং সাপের কামড় থেকে মুক্তি পেতে নাগ পঞ্চমী তে পূজা করা হয়ে থাকে। এর পাশাপাশি এই পূজাতে কেটে যায় কাল সর্প দোষ।

নাগ পঞ্চমী পূজার পদ্ধতি:

নাগ পঞ্চমীর দিন যাঁরা এই পূজা পালন করবেন অথবা উপবাস রাখবেন ব্রত পালন করার জন্য সে ক্ষেত্রে অবশ্যই নাগ পঞ্চমীর উপবাসের প্রস্তুতি শুরু করতে হবে চতুর্থীর দিন থেকে। চতুর্থীতে একবেলা খাবার খেতে হবে, এরপর পঞ্চমীর দিন পুজোর জন্য নাগ দেবের ছবি অথবা মূর্তি স্থাপন করতে হবে।

এরপরে হলুদ, সিঁদুর বিভিন্ন ধরনের নৈবেদ্য এবং ফুল অর্পণ করে নাগ দেবতার পূজা করতে হবে। পূজার সামনে আসন পেতে দিতে হয়, যার উপর বসে সাপ দেবতার কাছে পুজো অর্পণ করবেন এবং এই পুজোর অন্যতম উপাদান হলো দুধ ও কলা।

পূজা শেষ হয়ে গেলে নাগ দেবতার আরতি করতে হবে। অবশেষে পড়তে হবে নাগ পঞ্চমীর ব্রতকথা এবং মনসামঙ্গল পাঠ করতে হবে। বাংলায় প্রাচীন কাল থেকে এই প্রথা মেনে নাগ পঞ্চমীতে পূজা হয়ে আসছে আজও। সাপের প্রকোপ থেকে বাঁচতে এবং সর্প দোষ থেকে বেরিয়ে আসতে নাগ পঞ্চমীর দিন ব্রত পালন করুন যাঁদের সর্পদোষ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!