Worldwide Bengali Panjika

মকর সংক্রান্তি পূজা বিধি – Makar Sankranti Puja Vidhi


মকর সংক্রান্তি পূজা বিধি (Makar Sankranti Puja Vidhi): মকর সংক্রান্তিতে বাড়িতে নিজেই করুন পূজা – হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতিমাসে সংক্রান্তি তো থাকে তবে পৌষ মাসের এই সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুযায়ী ইংরেজি নতুন বছরের প্রথম উৎসব হলো মকর সংক্রান্তি।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

সাধারণত এই সময় পিঠে, পুলি এবং বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরি করার পাশাপাশি বিশেষ পুজার আয়োজন করা হয় গৃহস্থ বাড়িতে। মকর সংক্রান্তি হল প্রথম ফসল রোপন করার একটি উৎসব, এই দিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয় কৃষিভিত্তিক অর্থনীতিতে গোটা দেশ এই উৎসবে মেতে ওঠে।

সূর্য এই দিন থেকে মকর রাশি কে প্রবেশ করে, তাই এই উৎসবে সূর্য দেবতার পূজা করা হয়, আর তার সাথে সাথে ধন-সম্পদ বৃদ্ধির জন্য মকর সংক্রান্তিতে লক্ষ্মী পূজার প্রথা প্রচলিত রয়েছে।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে কিভাবে পূজা করবেন:

মকর সংক্রান্তি পূজার উপকরণ:

মকর সংক্রান্তিতে খুবই সামান্য উপকরণ দিয়েই আপনি ঘরেতেই সূর্য দেবতার এবং মা লক্ষ্মীর পূজা করতে পারেন:-

  • ফুল,
  • প্রদীপ,
  • ধুপ,
  • ধুনা,
  • নারকেল,
  • গঙ্গাজল,
  • সুপারি,
  • চাল ধোয়া জল,
  • গোটা হলুদ,
  • তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং
  • আঁখ।

মকর সংক্রান্তি পূজার নিয়ম:

১) প্রথমত মকর সংক্রান্তি পূজার আগে থেকে সম্পূর্ণ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু গুছিয়ে রাখুন।

২) বিশেষ করে পূজার ঘরটি যত্ন করে পরিষ্কার করুন এবং বাড়ির চারিদিকে কোনরকম নোংরা আবর্জনা যেন না থাকে।

৩) এরপর সংক্রান্তির দিন সকালে বাড়ির সদস্যদের গায়ের তেল মেখে স্নান করতে হবে এটি একটি প্রথাও বলতে পারেন।

৪) এরপর চালের গুঁড়ো দিয়ে আলপনা দিন বাড়ি সাজানোর জন্য যা বাড়িকে সুন্দর দেখানোর পাশাপাশি ঘরে লক্ষ্মী আনন্দের সাথে প্রবেশ করবেন।

৫) ফুলের মালা ও আম পাতা দিয়ে ঘরের মূল প্রবেশদ্বার অর্থাৎ সদর দরজা সাজাতে হবে।

৬) এরপর সূর্য দেবতার ছবি অথবা মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর ঘরে সুন্দর করে ঘট স্থাপন করতে হবে।

৭) মকর সংক্রান্তি পূজার উপকরণ গুলি সুন্দর করে সাজিয়ে নিতে হবে, এবার সব আচার ব্যবহার পালন করে মকর সংক্রান্তি পূজা সমাপ্ত করুন নিজের মনের মতো করে ভক্তি ও নিষ্ঠা দিয়ে।

৮) এই দিন অনেকেই কোন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়ান, খাওয়ার পরে তাঁকে নিত্য প্রয়োজনীয় কোন জিনিস দান করতে পারেন আপনার সাধ্যমত।

মকর সংক্রান্তিতে যে কাজগুলি করতে পারেন:

  • সাধারণত কোন পূজা পার্বণের ব্রত বাড়ির মহিলারাই পালন করে থাকেন। সেক্ষেত্রে এই মকর সংক্রান্তির দিন সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু নৈবেদ্য অর্পণ করুন। তারপর বাড়ির অন্যান্য সদস্যদের খাবার পরিবেশন করুন।
  • ভূলেও ঈশ্বরকে আগে না দিয়ে কোন কিছু খাওয়া যাবে না।
  • এই দিনটিতে বাড়িতে আমিষ কিছু রান্না করা যাবে না। যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে এবং বাড়ির সকল সদস্যদের কে এই ভাবে চলতে হবে।
  • তাছাড়া রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল থাকলে খুবই ভালো।
  • এই দিন কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়ানো উচিত নয়। তবে খেয়াল রাখতে হবে যে আপনার কোন আচার ব্যবহারে বাড়ির বড়দের কারো মনে যেন দুঃখ অথবা কষ্ট না লাগে।
  • এই শুভদিনে বাড়িতে যদি কোন গরিব দুঃখী বা ভিখারি আসে তবে কোনমতেই খালি হাতে ফেরানো যাবে না, কিছু না কিছু দান অবশ্যই করবেন।
  • বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে, মকর সংক্রান্তির দিন যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে।
  • এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ হলে বিশ্বাস করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে তাহলে এই দিন বাড়ি ফিরে আসাই শুভ।
  • আর এই উৎসব বাড়ির সকল সদস্যদের সাথেই পালন করা শুভ বলে মনে করা হয়।

✨ এছাড়া মকর সংক্রান্তি উদযাপনের সময় ভক্তরা পবিত্র জলাশয় ও পবিত্র হ্রদ অথবা গঙ্গায় ডুব দিয়ে সূর্য দেবতার পূজা করে থাকেন। তাঁরা নিত্য কাজের পাশাপাশি ঘুড়ি ওড়ানো, তিল ও গুড়ের মিষ্টি তৈরি করা এবং ফসল কাটার মৌসুম উপলক্ষে পশুদের পূজা করে থাকেন এই মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!