Worldwide Bengali Panjika

শ্রী শ্রী কৃষ্ণের পুষ্প অভিষেক (পুষ্যাভিষেক) যাত্রা


কৃষ্ণের পুষ্প অভিষেক (Shri Krishna Pushpa Abhishek): পূর্ণিমা অমাবস্যা এবং আরো অন্যান্য শুভ তিথিতে বিভিন্ন দেবদেবীর পূজার আয়োজন করা হয়ে থাকে। তেমনি পৌষ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান হয়ে থাকে যা পুষ্যাভিষেক নামে পরিচিত।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

আবার অন্য দিক থেকে এটি পুষ্প অভিষেক নামে অনেকেই জানেন, এই দিন নানা ধরনের ফুল দিয়ে শ্রী রাধা-মাধবকে খুবই আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করা হয় বলে এই উৎসবের নাম “পুষ্প অভিষেক – Pushpa Abhishek”।

কৃষ্ণের পুষ্প অভিষেক পূজার উপকরণ:

  • বিভিন্ন ধরনের ফল,
  • বিভিন্ন রঙের ফুল,
  • শ্রী রাধা মাধবকে সাজানোর জন্য অলংকার,
  • ধূপ,
  • প্রদীপ,
  • ধুনা,
  • ঘি,
  • ভোগ,
  • নৈবেদ্য ইত্যাদি।

কৃষ্ণের পুষ্প অভিষেক পূজার নিয়ম:

  • খুব ভরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে শ্রী বিগ্রহ অথবা শালগ্রাম শীলাকে বিশুদ্ধ ঘি দিয়ে স্নান করানো হয়।
  • পুষ্পাভিষেক হল কৃষ্ণকে বেশি পরিমাণে পুষ্প, অলংকার, বস্ত্র এগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার উৎসব
  • তারপর সেখানে অনেক ভোজের আয়োজন করা হয় এবং রাস্তায় শোভাযাত্রা বের করা হয় যেন নগরের লোকজন ভগবানের স্বরূপ দর্শন করতে পারেন।
  • প্রত্যেকটি কৃষ্ণ মন্দিরে ওই দিন বিভিন্ন রঙের ফুল দিয়ে ভগবানকে সাজানো হয়।
  • ফুলের মালা প্রদান করা হয় এবং অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে পুষ্প অভিষেক করানো হয়।
  • তার সাথে সাথে কীর্তন ও মেলার আয়োজন করা হয়ে থাকে।
  • আপনি যদি চান তাহলে নিজের ঘরেই নিজের থেকেই ভক্তি ও শ্রদ্ধা দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে ফুল দিয়ে সাজাতে পারেন এবং ফুল দিয়ে অভিষেক করতে পারেন।
  • সারাদিন যে কোন সময় কীর্তন করার মধ্যে দিয়ে এই উৎসবটি উদযাপন করতে পারেন বাড়ির আরও অন্যান্য সদস্যদের সাথে।
  • বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের ভোগ ও নৈবেদ্য অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণকে।
  • তবে এই উৎসব অনুসারে বিভিন্ন রঙের ফুল দিয়ে শ্রীকৃষ্ণের বিগ্রহকে সম্পূর্ণ ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে।
  • ঈশ্বরকে সাজিয়ে তোলার জন্য যে সমস্ত অলংকার গুলি রয়েছে সেগুলো দিয়েও সাজিয়ে তুলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!