Worldwide Bengali Panjika

Ulta Rath Yatra – জগন্নাথ দেবের উল্টোরথ


জগন্নাথ দেবের উল্টোরথ (Jagannath Ulta Rath Yatra): হিন্দুদের অন্যতম একটি উৎসব হল রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, এর ঠিক নয়দিন পর অনুষ্ঠিত হয় উল্টোরথ। রথ যাত্রার দিন পুরীর মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন জগন্নাথ দেব, এই দিনটিকে বলা হয় সোজারথ, তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ ন’দিনের দিন আবার গুণ্ডিচা মন্দির থেকে তিনি নিজের ধাম পুরীতে ফিরে আসেন। আর এই ফিরে আসার দিনটিকে উল্টো রথ বলা হয়। যা বাঙ্গালীদের অন্যতম একটি উৎসব

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

মাসির বাড়িতে জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে, যা তৈরি হয় নারকেল ও দুধ সহযোগে। জগন্নাথ দেব খাদ্য রসিক ছিলেন, তাই তাঁর আহারের জন্য ৫৬ ভোগের প্রস্তুতি হয়ে থাকে প্রতিদিনই। উল্টো রথের দিন মন্দিরে ফিরেও তিনি তিন দিন যাবত বাইরে থাকেন, এই তিনদিন ধরে চলে স্বর্ণবেশ, অধরপনা ও নীলাদ্রি ভেজের উৎসব

Ulta Rath Yatra - জগন্নাথ দেবের উল্টোরথ
Ulta Rath Yatra – জগন্নাথ দেবের উল্টোরথ

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই তিন দিন ধরে পালিত হওয়া বিশেষ অনুষ্ঠান সম্পর্কে:

Jagannath Rath Yatra: সোনার কুড়াল দিয়ে হয় রথ তৈরি, জানুন কেন?

প্রথম দিন, সোনাবেশ / স্বর্ণবেশ:

একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা, বলরামও সেজে ওঠেন নানা ধরনের সোনার অলংকারের সাজে। পুনঃযাত্রার পর একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব, যা সোনাবেশ নামে পরিচিত অর্থাৎ ঈশ্বরকে এই সোনার গহনা দিয়ে আবৃত করা হয় বলে এই দিনের নাম হয়েছে সোনাবেশ।

দ্বিতীয় দিন, অধরপনা:

এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্ধ্যার সময়, এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে সরবত খাওয়ানোর প্রথা রয়েছে, আর এই দিনটি অধরপনা নামে পরিচিত সকলের কাছে।

Jagannath Rath Yatra Puja Vidhi: জগন্নাথ রথযাত্রা পূজা বিধি

তৃতীয় দিন, রসগোল্লা উৎসব (নীলাদ্রি ভেজ):

ত্রয়োদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েকশ হাঁড়ি রসগোল্লা এবং ৫৬ ভোগ। সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতি রেওয়াজ, অথবা প্রথা বলা যেতে পারে। তাই এই দিনটিকে আবার নীলাদ্রি ভেজ নামেও অনেকেই জেনে থাকবেন। আর এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ, সুভদ্রা, বলরামকে মন্দিরের মূল রত্নবেদীতে তোলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!