Worldwide Bengali Panjika

Jagannath Rath Yatra Puja Vidhi: জগন্নাথ রথযাত্রা পূজা বিধি


বছরের প্রতিটি দিন যেন আমাদের কাছে উৎসবের দিন, কোন না কোন দিনে কিছু না কিছু উৎসব লেগেই রয়েছে। তবে আষাঢ় মাসের ২ তারিখে সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ পূজার দিন। এই দিন একটি বিশেষ পূজা রয়েছে যা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব অথবা উভা যাত্রা। জগন্নাথ রথযাত্রা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নয়দিন ধরে চলে এই উৎসব উদযাপন।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

Jagannath Rath Yatra Puja Vidhi: জগন্নাথ রথযাত্রা পূজা বিধি
Jagannath Rath Yatra Puja Vidhi: জগন্নাথ রথযাত্রা পূজা বিধি

প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রা উৎসবের অংশ হতে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের ছুটে যান। জগন্নাথ পুরী রথযাত্রা বাংলা আষাঢ় মাসে ইংরাজি ক্যালেন্ডার অনুসারে জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হয়।

জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে যে প্রয়োজনীয় জিনিসপত্র গুলি প্রয়োজন পড়বে:

Rath Yatra Puja Vidhi: বাড়িতে ভগবান জগন্নাথের পূজা করার জন্য আপনার প্রয়োজনীয় জিনিসগুলি যদি প্রয়োজন হয় সে ক্ষেত্রে কি কি আনবেন জেনে নেওয়া যাক: প্রথমত আপনার প্রয়োজন পড়বে জগন্নাথ দেবের মূর্তি। এছাড়া প্রভুর কাঠের মূর্তি এবং ছবি অনলাইনে পাওয়া যায়, মনে রাখবেন ভগবান জগন্নাথ সর্বদা ভাই বলদেব, বোন সুভদ্রা এবং সুদর্শন চক্রের সাথে থাকেন তাই সেগুলিও নিতে একেবারেই ভুলবেন না।

এছাড়া প্রয়োজন পড়বে –

  • গঙ্গাজল,
  • ঘিয়ের প্রদীপ,
  • ধূপকাঠি,
  • জলে ভরা অ-ফুঁক শঙ্খ,
  • গঙ্গা জলের সাথে সম্ভব হলে গোলাপজল মিশিয়ে এই শঙ্খ তে রাখতে পারেন।
  • ছোট রুমালের মতো সাইজের কাপড়
  • যে ফুলের সুগন্ধ আছে সেই ফুল, অবশ্যই জবা ফুল এড়িয়ে চলবেন।
  • ময়ূরের পাখা,
  • প্রভূ কে স্নান করানোর জন্য জল সংগ্রহের জন্য ছোট পাত্র এবং
  • বেল।

Jagannath Rath Yatra: সোনার কুড়াল দিয়ে হয় রথ তৈরি, জানুন কেন?

ঈশ্বরের মূর্তি স্নান করানো:

ঈশ্বরকে আরাধনা করার ক্ষেত্রে ঈশ্বরের মূর্তি স্নান করানো হলো একটি বিশেষ কাজ। জলে ভরা শঙ্খ দিয়ে ভগবান জগন্নাথের মাথার উপরে তিনবার এবং তার সমস্ত দেহের চারপাশে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘোরান, এবার ছোট পাত্রে শঙ্খ থেকে কিছু জল ঢালুন। এরপরে অবশিষ্ট জলের সাথে একই শঙ্খটি ভগবান বলদেব কে স্নান করার জন্য ব্যবহার করুন। শঙ্খটি ভগবান বলদেবের মাথার চারপাশে ঘড়ির কাঁটার দিকে তিনবার এবং তারপরে তার শরীরকে সাতবার ঘুরান। আরো জগন্নাথকে স্নান করার পরে আপনি যে পাত্রে জল সংগ্রহ করতেন সেই পাত্রে আগের মত শঙ্খ থেকে কিছু জল ঢালুন। সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তি গুলির সাথে একই পদক্ষেপ অনুসরণ করে স্নান পর্ব সেরে ফেলুন।

অবশ্যই প্রভুকে স্নান করানোর পরে তাদের গা মুছিয়ে দেওয়ার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করতে হবে। স্নান সেরে দেবতা ও সুদর্শন চক্র শুকিয়ে নিন একটি ছোট রুমাল আকারের কাপড় ব্যবহার করুন এবং জগন্নাথের সারা শরীরে সাতবার ছুঁয়ে মুছে দিন। ভগবান বলদেব, সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের সাথে একইভাবে তাদের গাও মুছে দেওয়ার পর্বটি সম্পন্ন করুন।

ভগবান জগন্নাথ দেবকে ফুল অর্পণ করুন:

জগন্নাথ দেবের শরীরে চারপাশে সাতবার ফুলের থালা ঘোরাতে পারেন। একইভাবে বলদেব, সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তি গুলির চারপাশে ফুল দিয়ে আরতি করতে পারেন। তারপর কয়েকটি ফুল নিয়ে প্রতিমার পায়ের কাছে রাখুন।

Kamakhya Puja: কামাখ্যা দেবীর পূজা বিধি ও অম্বুবাচী যাত্রা

ময়ূরের পাখা দিয়ে প্রভু কে বাতাস করা:

ময়ূরের পাখা দিয়ে ভগবান জগন্নাথ দেবকে বাতাস করা অথবা চামোর ও বলা হয়। প্রভূর সমস্ত শরীর সাতবার করে পাখা দিয়ে বাতাস করতে হবে চাইলে সাত বারের বেশীও আপনি এই কাজ করতে পারেন।

বাড়িতে ভগবান জগন্নাথ দেবের পূজা করলে সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি আসার পাশাপাশি জীবনে অনেক উন্নতি ঘটে। চরম যত্ন এবং ভক্তি সহকারে প্রভুর উপাসনা করা নিশ্চিত করতে হবে। এটি কেবলমাত্র আপনার জন্য একটি অনুষ্ঠান হওয়া উচিত নয়। কারণ উপাসনা আপনাকে দেবতাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য সংযুক্ত করে। আপনার ঘর কে একটি পবিত্র স্থানে পরিণত করতে এবং ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই বজায় রাখতে ভক্তি সহকারে জগন্নাথ দেবের পূজা করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!