Worldwide Bengali Panjika

হরিয়ালি তীজ পূজা – Hariyali Teej Puja


ADVERTISEMENT

হরিয়ালি তীজ (Hariyali Teej): হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ৩৩ কোটি দেবদেবীদের যে পূজা পালন রয়েছে তার মধ্যে একটি অন্যতম পূজা হলো হরিয়ালী তীজ, এটি একটি উৎসব।এই উৎসব কে ভগবান শিব ও মা পার্বতীর পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এই উপবাস পালন করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, আর এই তীজ উৎসব শ্রাবণী তীজ, সিন্ধরা তীজ ও ছোট তীজ নামেও পরিচিত।

মূলত ভালো ও মনের মত বর পাওয়ার জন্যই এই উৎসব অনুষ্ঠিত হয়। যে সমস্ত মেয়েদের বিয়েতে সমস্যা রয়েছে তাঁদের জন্য এই পূজা বিশেষ ভূমিকা পালন করে। এই দিনে বিবাহিত মহিলারা পূজার সঙ্গে দেবী পার্বতীর পূজা করে থাকেন এই ব্রত তাঁদের অবিচ্ছিন্ন সৌভাগ্যের আশীর্বাদ বয়ে নিয়ে আসে।

হরিয়ালি তীজের পুজো পদ্ধতি:

এই পুজোর দিনে ব্রত রাখতে হবে এবং শৃঙ্গার করতে হবে অর্থাৎ মেয়েদেরকে খুবই ভালোভাবে সুন্দর শাড়ি, চুরি এবং মেহেন্দিতে সেজে উঠতে হবে। এই সাজগোছার মধ্যে অবশ্যই থাকবে মেহেন্দি ও চুড়ির ব্যবহার হরিয়ালি তীজের পুজোর জন্য প্রথমে মা পার্বতী ও শিবের মূর্তি বা ফটো রাখতে হবে, এছাড়াও একটি চৌকি আগে থেকে প্রস্তুত করে রাখা জরুরি। অন্যদিকে পুজোর উপকরণের জন্য ব্যবহৃত করা হয় যে সমস্ত উপকরণ সেগুলি নিচে দেওয়া হলো:-

  • হলুদ কাপড়,
  • কাঁচা তুলা,
  • নতুন কাপড়,
  • কলাপাতা,
  • গাঁজা,
  • বেলপাতা,
  • ধুতরা ফুল,
  • শমীপাতা,
  • নারকেল,
  • সুপারি,
  • অক্ষত অথবা গোটা চাল,
  • কলস,
  • দুর্বা ঘাস,
  • ঘি,
  • কর্পূর,
  • আবির,
  • চন্দন,
  • গরুর দুধ,
  • দই,
  • মিশ্রি,
  • গঙ্গাজল,
  • মধু,
  • পঞ্চামৃত।

হরিয়ালি তীজ পূজার পদ্ধতি:

সন্ধ্যায় শিব মন্দিরে শিব পার্বতীর পূজা করতে হবে।মন্দিরে বড় একটি ঘি এর প্রদীপ জ্বালাতে হবে। এছাড়া শিব ও মা পার্বতীর মন্ত্র জপ করুন নিষ্ঠা ভরে। পূজার পর সধবা মহিলা কে শৃঙ্গার এর জিনিস দান করতে পারেন, আর সেই মহিলার কাছ থেকে আশীর্বাদ নিন। এই শুভ দিনে কালো রং ও সাদা রঙের পোশাক পরবেন না, এটা এই পূজার জন্য অশুভ, তবে সবুজ রং ও লাল রঙের পোশাক পরা এই দিনের জন্য খুবই শুভ বলে মনে করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!