Worldwide Bengali Panjika

গৌরী ব্রত পালন ও পূজা বিধি – Gauri Vrat


গৌরী ব্রত (Gauri Vrat): শাস্ত্র অনুসারে এবং হিন্দু ধর্মে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়, তেমনি যেমন দেবী দুর্গাকে পার্বতী নামে অনেকেই চেনেন আবার এই দুর্গাকেই গৌরী নামেও অনেকেই চেনেন। আর দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে এমনকি মা অন্নপূর্ণা কেউ সন্তুষ্ট করতে গৌরী ব্রত পালন করা হয়ে থাকে। গ্রাম বাংলার মা ও বোনেরা এই গৌরী ব্রত (Gauri Vrat) পালন করে থাকেন, উপবাস থেকে এই ব্রত পালন করলে সৌভাগ্য ফিরে আসে বলে বিশ্বাস করা হয়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

শ্রাবণ মাসের প্রতি সোমবার যেমন দেবাদিদেব মহাদেব কে উৎসর্গ করা হয়, যেখানে এই মাসের মঙ্গলবার মা পার্বতীকে উৎসর্গ করে পালন করা হয় গৌরী ব্রত। জানা যায় যে, মা মঙ্গলা গৌরী আদি শক্তি মাতা পার্বতীর শুভ রূপ। তিনি মা দূর্গার অষ্টম রূপ মহা গৌরি নামেও পরিচিত।

তবে এই ব্রত পালন করতে উপবাসের প্রভাব যা বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি করে এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি ডেকে আনে। যাঁরা সন্তান লাভ করতে চান, তাঁদের জন্য এই উপবাস খুবই শুভ ফল দেয়। দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে মঙ্গলা গৌরীর উপবাস পালন করতে পারেন।

গৌরী ব্রত পালনে প্রয়োজনীয় উপকরণ:

পূজার প্রয়োজনীয় সামগ্রী অথবা উপকরণ হিসেবে আপনার যেগুলি প্রয়োজন পড়বে সেগুলি হল:-

  • সুপারি,
  • লবঙ্গ,
  • এলাচ,
  • ফল,
  • বিভিন্ন ধরনের ফুল,
  • পান,
  • লাড্ডু,
  • মধু,
  • চুড়ি,
  • শুকনো ফল,
  • সাত ধরনের খাদ্যশস্য,
  • আটার তৈরি প্রদীপ,
  • ধুপ,
  • ধুনা,
  • কাঠের চৌকি,
  • লাল কাপড়,
  • গৌরীর মূর্তি,
  • ভোগ,
  • নৈবেদ্য ইত্যাদি।

মা গৌরী ব্রত পালন করতে পূজা নিয়ম:

এই উপবাস পালন করতে মাতা গৌরীর পূজা (Gauri Puja) করা হয়। আর এই পূজা করলে সৌভাগ্য হয় এমনটা বিশ্বাস করা হয় যে, যে গৃহস্থ বাড়িতে মঙ্গলা গৌরীর উপবাস (Mangala Gauri Vrat) পালন করে পূজা সম্পন্ন করা হয় সেই বাড়িতে সর্বদাই সুখ ও শান্তি এবং তার সাথে সমৃদ্ধি বিরাজ করে।

১) এই শুভদিনে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে এই পূজার সংকল্প গ্রহণ করতে হবে।

২) মন্দির পরিষ্কার করার পরে সেখানে চৌকিতে লাল কাপড় বিছিয়ে তার উপরে মা গৌরীর মূর্তি অথবা ছবি স্থাপন করুন।

৩) মা গৌরীর সামনে ব্রত পালন করার সংকল্প নিন হাত জড়ো করে।

৪) তারপর আটার তৈরি প্রদীপ জ্বালিয়ে দিন, এই উপবাসের সমস্ত পূজার সামগ্রী যা যা রয়েছে সেগুলি জোগাড় করে নিন।

৫) পাঁচ ধরনের শুকনো ফল, ৭ ধরনের খাদ্যশস্য নিবেদন করুন, মায়ের স্তুতি এবং ব্রতকথা শুনুন অথবা পাঠ করুন।

৬) এই ব্রত পালন করলে একবার খাবার গ্রহণের বিধান রয়েছে, তাই সে দিকটা অবশ্যই খেয়াল রাখবেন।

৭) নিয়ম করে এই উপবাস পালন করলে মা গৌরী সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন।

৮) এছাড়া বিবাহিত মেয়েরা যদি এই ব্রত পালন করে থাকেন উপবাস রেখে, তাহলে উপযুক্ত এবং মনের মতো স্বামী পেয়ে থাকেন বলে বিশ্বাস করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!