Worldwide Bengali Panjika

শ্রী শ্রী গঙ্গা পূজা বিধি – Ganga Puja Vidhi


শ্রী শ্রী গঙ্গা পূজা বিধি (Ganga Puja Vidhi): সনাতন ধর্মে গঙ্গার নাম শুনলে এক কথায় পূণ্য স্নান এবং পূজার প্রয়োজনীয় গঙ্গার জলের কথা প্রথমে মাথায় আসে, কি তাই তো! আর মা গঙ্গাকে সকলে দেবী রূপেই পূজা করে থাকেন, মা গঙ্গা সমস্ত পাপ দূর করে সকল রকম রোগ থেকে মুক্ত করেন। পূজার জন্য গঙ্গা জলের মাহাত্ম্য কতখানি তা তো পূজা ক্ষেত্রেই বোঝা যায়।

WhatsApp প্রতিদিনের পঞ্জিকা নিজের হোয়াটসঅ্যাপে পেতে এখানে দেখুন (একদম ফ্রী)

তাছাড়া অনেক পূজা একটুখানি গঙ্গা জলে ভগবানকে সন্তুষ্ট করা যায় আর পূজার স্থানকে, যিনি পূজা করবেন এবং যিনি ব্রত পালন করবেন সকলকে পরিশুদ্ধ করতে গঙ্গা জলের তুলনা নেই।

তবে সব দিক থেকে বিচার করার পরেও গঙ্গা দেবীর পূজা অর্চনা করারও বিধান রয়েছে হিন্দু ধর্মে। মনে করা হয় এই তিথি টি পূণ্য তিথি। আর এই দিন সমস্ত পাপ হরণ করে তিনি মা গঙ্গা সকলকে ভালো রাখার আশীর্বাদ দেন। যে তিথিতে গঙ্গা পূজা করা হয় মনে করা হয় যে, দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে আগমন করেছিলেন, এর পরে পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা।

মা গঙ্গার পূজা:

বিভিন্ন রকমের পূজার উপকরণ দিয়েই মা গঙ্গা কে সন্তুষ্ট করা হয়। ১০ রকম ফল, ১০ রকম ফুল, ১০ টা প্রদীপ দিয়ে এই শুভদিনে মা গঙ্গার পূজা করা হয়ে থাকে। এছাড়া বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে, মা গঙ্গার পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন।

এই বিশেষ দিনে আবার কোন কোন জায়গায় মা মনসারও পূজা করা হয়, বটুক ভৈরবের আবির্ভাব তিথিও কিন্তু এই দিন পড়ে বলে মনে করা হয়।

শ্রী শ্রী গঙ্গা পূজার প্রয়োজনীয় উপকরণ:

  • বিভিন্ন ধরনের ফুল (১০ টি),
  • ফল (১০ টি),
  • চন্দন,
  • মিষ্টি,
  • খাঁটি ঘি,
  • প্রদীপ (১০ টি),
  • ধূপ, ধূনা, ইত্যাদি।

শ্রী শ্রী গঙ্গা পূজা করার নিয়ম:

১) এই পূজার ক্ষেত্রে ভোরের আলো ফোটার আগেই শ্রী শ্রী গঙ্গা পূজা অর্চনার মধ্যে দিয়ে স্নানযাত্রার জায়গাটিকে পবিত্র করে তুলতে হয়।

২) এরপর পবিত্র গঙ্গা জলে মন্ত্রপূত হয়ে পাপ ক্ষয় লক্ষ্য পূর্ণ অর্জনের আশায় স্নানযাত্রা সম্পন্ন করার বিধান রয়েছে।

৩) এই সময় বিভিন্ন জায়গা থেকে আগত বেশ কয়েকজন ব্রাহ্মণ, পুরোহিত হাঁটু সমান জলে দাঁড়িয়ে স্নান যাত্রারত ভক্তদের কে মন্ত্র পাঠ করে অঞ্জলি প্রদান করিয়ে থাকেন।

৪) স্নান করার পর ঠাকুর দর্শন করে ভক্তরা প্রার্থনা করেন এবং মনের সকল ইচ্ছা ঈশ্বরকে জানান।

৫) গঙ্গা দেবীর পূজার জন্য গঙ্গা স্নানের পর দেবী গঙ্গার মূর্তি অথবা ছবির উপরে গঙ্গাজল ছিটিয়ে ফুল, ফল, চন্দন, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করার উচিত।

৬) এরপরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং দেবী গঙ্গার স্তোত্র পাঠ করতে হবে।

৭) পূজা শেষে গঙ্গার আরতি করুন এবং তাঁর কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি আর সৌভাগ্যের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করুন।

✨ শ্রদ্ধা পূর্ণ মন নিয়ে এই দিন গঙ্গা নদীতে স্নান করার কথা বলা হয়েছে। তাছাড়া যদি আপনি গঙ্গাতে স্নান করতে না পারেন বা আপনার বাড়ি থেকে অনেকটাই দূরে হয়, তাহলে বাড়িতেই আপনার স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর সবার আগে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। এরপর তিল দিয়ে অঞ্জলি দিন মা গঙ্গাকে, আর পূজা আরাধনা করুন।

এই শুভদিনে গরিব ও ব্রাহ্মণদের দান-দক্ষিণা অত্যন্ত ফলদায়ী এবং পূণ্যের কাজ বলে মনে করা হয়। তাই আপনার সাধ্যমত গরিব-দুঃখীদের মধ্যে এবং ব্রাহ্মণদের কিছু দান করুন। এইদিন পূর্ণ ফল পেতে গরিব-দুঃখীদের মধ্যে অন্ন, বস্ত্র এবং সাধ্যমত টাকা দান করতে পারেন। এটি করলে সকল ভক্তরা পাপ থেকে মুক্ত হবেন এবং পূণ্য লাভ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!