Worldwide Bengali Panjika

শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূজা – Satyanarayan Vrat Puja


ADVERTISEMENT

শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত: হিন্দু ধর্মের সত্যনারায়ণ ব্রত পালন করার এই নিয়মটি অনেকদিন আগে থেকেই আজও পর্যন্ত বিরাজমান। ঘরে ঘরে সত্যনারায়ণ ব্রত পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। এখানে বিশেষ করে নারী-পুরুষ, কুমার – কুমারী সকলেই এই ব্রত পালন করতে পারবেন। পূর্ণিমা অথবা সংক্রান্তির দিন এই সত্যনারায়ণ ব্রত পালন করা হয়।

শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করার নিয়ম:

এই ব্রত পালন করার ক্ষেত্রে কোন তিথি নক্ষত্রের বাধা নেই, যে কেউ প্রদোষকালে এই ব্রত পালন করতে পারবেন। নারী পুরুষ, কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারবেন, পূর্ণিমা অথবা সংক্রান্তির দিন এই ব্রত পালিত হয়।

সত্যনারায়ণ ব্রত পালন করার উপকরণ:

প্রতিটি পূজায় যেমন কিছু নৈবেদ্য উপকরণ প্রয়োজন হয় সে ক্ষেত্রে সব পূজার আলাদা আলাদা উপকরণ প্রয়োজন পড়ে। তেমনভাবে সত্যনারায়ণ ব্রত যদি পালন করতে চান তাহলে যে সমস্ত উপকরণ গুলি আপনার প্রয়োজন পড়বে সেগুলি নিচে দেওয়া হল:-

  • ঘট আম্র পল্লব,
  • ডাব,
  • কলা,
  • সিঁদুর,
  • গামছা,
  • গঙ্গামাটি,
  • পিঁড়ে অথবা চৌকি,
  • ধান,
  • পাতন বস্ত্র,
  • পান,
  • সন্দেশ,
  • তীরকাঠি,
  • বাতাসা,
  • পয়সা,
  • ফুলের মালা,
  • ছুরি,
  • পতাকা,
  • তিল,
  • হরিতকি,
  • বেলপাতা,
  • তুলসী,
  • দুর্বাঘাস,
  • ধূপ,
  • প্রদীপ,
  • নৈবেদ্য,
  • পূজার বস্ত্র,
  • মধুর বাটি,
  • আসন,
  • মধু,
  • ঘি,
  • দই,
  • সিন্নি এর সামগ্রী,
  • নানা রকম ফল,
  • মিষ্টি,
  • গোময় ও
  • দক্ষিণা।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সত্যনারায়ণ ব্রত পালন করার ক্ষেত্রে যে সিন্নি তৈরি করা হয় এটাই কিন্তু নৈবেদ্যর মূল উপকরণ, আর সেই কারণেই তো অনেকেই বলে থাকেন “সত্যনারায়ণের সিন্নি”

সত্যনারায়ণ ব্রত পালন করার শুভফল:

যেকোনো ব্রত পালন করলে তার শুভফল অবশ্যই পাওয়া যায়, সেই কারণেই কষ্ট হলে উপবাস পালন করতে ভোলেন না যাঁরা পূজা-পার্বণ করতে খুবই ভালোবাসেন। যেকোনো বয়সের নরনারী অথবা নারী পুরুষ এই ব্রত পালন করতে পারেন।

এই ব্রত পালন করলে সংসারের কোন প্রকার দুঃখ-কষ্ট থাকে না, সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করে তোলেন, এর পাশাপাশি দেবী লক্ষ্মী সংসারে সর্বদাই অধিষ্ঠিত থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!